খেলাক্রিকেট

Indian Cricketer: অসুস্থ পন্থের সঙ্গে দেখা করলেন যুবরাজ সিং, সাহস যোগালেন ক্যান্সার জয়ী

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত রয়েছেন ঋষভ পন্থ।

×
Advertisement

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করছেন। দুর্ঘটনার পর বর্তমানে নিজের পরিবারের সঙ্গে সেরে ওঠার লড়াই করছেন ভারতের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। আপনাদের জানিয়ে রাখি, ৩০ ডিসেম্বর ২০২২ সালে দিল্লি-দেরাদুন হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। পিঠে, কপালে এবং হাঁটুতে গভীর চোট পান তিনি। মাস খানেক আগে তার ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্র পাচার করা হয়েছে। বর্তমানে ঘুরে দাঁড়ানোর লড়াইতে সময় কাটাচ্ছেন ভারতের এই ক্রিকেটার।

Advertisements
Advertisement

ঋষভ পন্থের এমন করুন পরিস্থিতে পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। জানা গেছে, ক্যান্সার জয়ী এই ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে দেখা করে তার দ্রুত সুস্থতার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার জন্য সাহস যুগিয়েছেন। এদিকে ঋষভ পন্থের সঙ্গে দেখা করে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ লিখেছেন,’ছোট ছোট কয়েকটি ধাপ। এই চ্যাম্পিয়নটি আবার ঘুরে দাঁড়াবেই। তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগল। খুবই ইতিবাচক ও হাসিখুশি একটা ছেলে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ 

Advertisements

Advertisements
Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসারত রয়েছেন ঋষভ পন্থ। তবে কবে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম ইঙ্গিত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে এশিয়া কাপ, আইপিএল, ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মত মেগা টুর্নামেন্ট গুলি মিস করবেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন, যাতে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন।

Related Articles

Back to top button