Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বলিউড নায়িকাদের হার মানাবে ঋশভ পন্থ গার্লফ্রেন্ড, রইল ইশার সমস্ত ছবি

ভারতীয় ক্রিকেট টিম এখন সব থেকে আলোচিত এবং উজ্জ্বল নাম হল ঋশভ পন্থ। সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড টেস্টে তাঁর পারফরমেন্স সকলের নজর কেড়েছে। ইন্সটাগ্রামে ৪.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। আর…

ভারতীয় ক্রিকেট টিম এখন সব থেকে আলোচিত এবং উজ্জ্বল নাম হল ঋশভ পন্থ। সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড টেস্টে তাঁর পারফরমেন্স সকলের নজর কেড়েছে। ইন্সটাগ্রামে ৪.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। আর সেখানে তিনি অ্যাক্টিভ থাকেন। থেকেই জানা যায় তাঁর গার্লফ্রেন্ড হলেন ইশা নেগী। এই তরুণ ক্রিকেটারের ২০১৯ সালে নিজের গার্লফ্রেন্ড সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন, “আমি শুধু তোমাকে খুশি রাখতে চাই, কারন তুমি আমার খুশি থাকার কারণ”।

https://www.instagram.com/p/CLh4gFPgGJR/?igshid=8vh0o1m9qtm

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কে এই ইশা নেগী? দেরাদুনের বাসিন্দা ইশা নেগী পেশায় একজন ইন্টিরিয়ার ডিজাইনার। আরও জানা গেছে যে ইশা নয়া দিল্লির কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরির প্রাক্তন ছাত্রী। তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ থাকেন এবং সেখানে তাঁর দেড় লাখের বেশি ফলোয়ার রয়েছে।

https://www.instagram.com/p/CIxEkMRARTN/?igshid=1q4esgijejp6a

জানা যায় ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ ৫ বছর ধরে তার কলেজ বন্ধু ইশা নেগির সাথে সম্পর্কে আছেন। সম্প্রতি এই জুটি গুলমার্গে তাঁদের সম্পর্কের পঞ্চম অ্যানিভারসারি সেলিব্রেট করেছেন।

https://www.instagram.com/p/B9tsAYoA4DC/?igshid=18r1l6kp4adun

https://www.instagram.com/p/B88d6UzAAAO/?igshid=3q5hs9wht6pe

About Author