Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রোহিত কন্যা সামাইরার সাথে ছবি আঁকতে ব্যস্ত ঋষভ পন্থ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে দিবারাত্রির পিঙ্ক বল টেস্ট মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। দিবারাত্রির টেস্ট উদ্দেশ্যে জমিয়ে অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেটাররা। গ্রাউন্ডে ঘাম ঝরাতে দেখা গেছে অধিনায়ক রোহিত শর্মা সহ বিরাট…

Avatar

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে দিবারাত্রির পিঙ্ক বল টেস্ট মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। দিবারাত্রির টেস্ট উদ্দেশ্যে জমিয়ে অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেটাররা। গ্রাউন্ডে ঘাম ঝরাতে দেখা গেছে অধিনায়ক রোহিত শর্মা সহ বিরাট কোহলিকে। এত তৎপরতার মধ্যেও রোহিত কন্যা সামাইরার সাথে ড্রইং করতে দেখা গেল বর্তমান সময়ে ভারতের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে। ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করার সময় ঋষভ পন্থ লিখেছেন,”এই ছবির জন্য একটা ক্যাপশন প্রয়োজন”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনাদের জানিয়ে রাখি, শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে এক ইনিংস সহ ২২২ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে আজ শ্রীলংকান বাহিনীকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে বিরাট কোহলিরা। বিশ্বের প্রথম দল হিসেবে চতুর্থ বারের জন্য পিঙ্ক বলে দিবারাত্রির টেস্ট খেলতে চলেছে ভারত। এর আগে বাংলাদেশ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিংক বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। এবার ঘরের মাটিতে শ্রীলংকার বিরুদ্ধে আবারও দিবারাত্রির ম্যাচ করতে চলেছে রোহিত বাহিনী।

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। যার ফলশ্রুতিতে শ্রীলংকার বিরুদ্ধে লড়াই করার মতো রান তুলে নিয়েছিল ভারত। এরপর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ১৭৫ রানের বিধ্বংসী ইনিংসে জয়ের সিংহাসনে বসে পড়ে টিম ইন্ডিয়া। আজ পিঙ্ক বলে টেস্ট ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ভারত। কেমন হতে পারে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ, দেখে নিন এক নজরে-

গোলাপি টেস্টে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়ানক আগারওয়াল, হনুমা বিহারি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

About Author