Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনলাইন ক্লাসে নতুন মাইলস্টোন, ভার্চুয়াল ক্লাসরুম নিয়ে এল জিও-র Embibe

লকডাউনের মধ্যে অনলাইন ক্লাসের অসুবিধা কাটাতে নতুন ভার্চুয়াল ক্লাসরুম নিয়ে এল রিলায়েন্স জিও। জিও এমবাইব নামের এই অ্যাপ্লিকেশনটি নজর কাড়ল রিলায়েন্সের বার্ষিক সভায়। জিও-র পক্ষ থেকে ঈশা আম্বানি এই ভার্চুয়াল…

Avatar

লকডাউনের মধ্যে অনলাইন ক্লাসের অসুবিধা কাটাতে নতুন ভার্চুয়াল ক্লাসরুম নিয়ে এল রিলায়েন্স জিও। জিও এমবাইব নামের এই অ্যাপ্লিকেশনটি নজর কাড়ল রিলায়েন্সের বার্ষিক সভায়। জিও-র পক্ষ থেকে ঈশা আম্বানি এই ভার্চুয়াল ক্লাসরুমের খুঁটিনাটি তুলে ধরলেন। করোনা জনিত লকডাউনের কারণে স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এই সময় পড়াশোনার একমাত্র বিকল্প হল অনলাইন ক্লাস। তবে এবার অনলাইন ক্লাসের সমস্ত প্রচলিত ধারণা থেকে আরও এক কদম এগিয়ে গেল রিলায়েন্স জিও। জিও-র এমবাইব সব দিক থেকেই হয়ে উঠেছে ভার্চুয়াল ক্লাসরুম। করোনা পরিস্থিতিতিতে পড়াশোনা চালানোর জন্য এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে জিও।

এমবাইব প্ল্যাটফর্মটি ঢেলে সাজিয়েছে রিলায়েন্স জিও। একে একটি বিশ্বমানের ভার্চুয়াল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছে। ভার্চুয়াল ক্লাসরুমের সমস্ত সুবিধা রয়েছে এই প্ল্যাটফর্মে। এর মাধ্যমে অনলাইনে ক্লাস নিতে পারবেন শিক্ষকরা৷ এখানেই প্রশ্ন করতে পারবে পড়ুয়ারা। প্রশ্ন লিখে পাঠানোর জন্য রয়েছে আলাদা উইন্ডো৷ এই প্ল্যাটফর্মে একসঙ্গে একাধিক পড়ুয়া ক্লাস করতে পারবে৷ অনলাইনেই পাওয়া যাবে বইপত্র৷ পড়ুয়াদের জন্য নিজস্ব স্টাডি মেটিরিয়াল তৈরি করবে জিও৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শিক্ষক ও পড়ুয়াদের প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে এখানে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে প্রয়োজনীয় পরামর্শ দেবে বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে তৈরি এমবাইব-এর বিশেষ টিম। স্কুল, কলেজের পড়াশোনা থেকে বিশ্ববিদ্যালয় স্তরের গবেষণা – সব ক্ষেত্রেই পড়ুয়াদের পাশে থাকবে এমবাইব। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের ভার্চুয়াল ক্লাসরুমের সুবিধা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রিলায়েন্স জিও।

About Author