এদিকে, ৮.৩ ওভার হাতে রেখে ম্যাচ জিতলেও বিরাট কোহলির শতক নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তাদের মতে, বিরাট কোহলির সেঞ্চুরি পূরণ করতে সাহায্য করেছেন অন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো। তিনি ওয়াইট বলকে বৈধ ঘোষণা করার ফলেই বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের ৪৮তম ওডিআই সেঞ্চুরি করতে পেরেছেন।Umpire doesn't give wide to virat
— Saurabh Raj (@sraj57454) October 19, 2023
Best moment of match. 🤣🔥🔥#INDvsBAN #ViratKohli pic.twitter.com/L621N4ciur
বাংলাদেশি ক্রিকেট ভক্তরা দাবি তুলছেন, বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন ম্যাচ আম্পায়ার। আমরা আপনাদের বলে রাখি, ৪২তম ওভারে জয়ের জন্য যখন ভারতের প্রয়োজন ২ রান তখন বিরাট কোহলি ব্যক্তিগত ৯৭ রানে ব্যাটিং করছিলেন। তখন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ প্রথম বলটি ওয়াইড করেন। যদিও সেই বলটিকে বৈধ ঘোষণা করেন ওয়ান ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলব্রো। এর পরের বল ডট বলে পরিণত হলেও ওভারের তৃতীয় বলটি শ্যূনে তুলে সীমানার বাইরে পাঠিয়ে দেন বিরাট কোহলি। যার পরিপ্রেক্ষিতে নিজের শত রানের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দেন বিরাট কোহলি।Umpire be like:- Virat Kohli Ka century Dekh ke hi jayega mai
— Ankit Pandey (@ankit84069) October 19, 2023
hats off to you Legend ♥️♥️
#indiavsbangladesh #ViratKohli #KLRahul #Umpire pic.twitter.com/Ek84XCfH2A