Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অন্য পুরুষের প্রতি ভালোবাসা প্রকাশ, ক্ষেপে গেলেন হবু বর আলী ফজল

আপনারা সকলেই এখন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা কে চেনেন। তিনি মাসান এর মত সিনেমায় অভিনয় করার পরে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও আমরা থেকে দেখতে পেয়েছি ফুকরে সিরিজে অভিনয়…

Avatar

By

আপনারা সকলেই এখন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা কে চেনেন। তিনি মাসান এর মত সিনেমায় অভিনয় করার পরে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও আমরা থেকে দেখতে পেয়েছি ফুকরে সিরিজে অভিনয় করতে। এই সিনেমার সহ-অভিনেতা আলী ফজল বর্তমানে তার প্রেমিক।

সম্প্রতি প্রিয় তারকা হিসেবে শাহরুখ খানের ভালোবাসা প্রকাশ করে দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। বুধবার টুইটারে #AskSRK সেশন শুরু করেছিলেন অভিনেতা শাহরুখ খান। সেখানে রিচা চাড্ডা, সুযোগের সদ্ব্যবহার করে তার সুপ্ত ভালোবাসা জাহির করে দেন শাহরুখ খানের প্রতি। টুইটারে তিনি লিখেন, “আপনি এবং আপনার মিষ্টি স্ত্রীকে দেখলাম ভিডিওতে হোলিতে একসঙ্গে নাচ করতে। শাহরুখ, আমরা ভালো বন্ধু হতে পারি, আমাদের একসাথে কলেজে পড়া উচিত ছিল। কোনো প্রশ্ন নয়, শুধু একটু ভালোবাসার কথা বললাম #AskSRK।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই টুইটের নিচে আবার আলি ফজল রিপ্লাই দিলেন, “আহ! এবার থেমে যাও। বাড়িতে এসো, আজকে রান্না আমি করেছি (তোমার প্রিয়তম)।” যদিও, আলি ফজলের রিপ্লাই দেওয়ার পরে শাহরুখ খান কিন্তু আর ওই টুইটের রিপ্লাই দেননি।

এরপর অপর একটি টুইটে রিচা চাড্ডা আলীকে বুঝিয়ে দিয়েছেন, তার হৃদয় শুধুমাত্র আলী আছেন। এছাড়াও তিনি মেরেলিন মনরো এর একটি জিআইএফ পোস্ট করেছিলেন। রিচা চাড্ডা এবং আলী ফজল মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বেশ খুনসুটি করে থাকেন। এবং এই খুনসুটি তাদের ভক্তদের কাছে অত্যন্ত মজাদায়ক।

About Author