Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাদক চক্রে গ্রেফতার রিয়া চক্তবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী

জোরকদমে চলছে সুশান্ত সিংহ রাজপুতের তদন্ত। এই ঘটনায়  মুম্বই পুলিশ, বিহার পুলিশ, পেড়িয়ে কেস চলে গেছে সিবিআইয়ের হাতে। সুশান্ত সিংহর হত্যা মামলায় জড়িত মূল অভিযুক্ত  রিয়া চক্রবর্তীকে নিয়েও এর মধ্যে…

Avatar

জোরকদমে চলছে সুশান্ত সিংহ রাজপুতের তদন্ত। এই ঘটনায়  মুম্বই পুলিশ, বিহার পুলিশ, পেড়িয়ে কেস চলে গেছে সিবিআইয়ের হাতে। সুশান্ত সিংহর হত্যা মামলায় জড়িত মূল অভিযুক্ত  রিয়া চক্রবর্তীকে নিয়েও এর মধ্যে শুরু হয়েছে দারুন জলঘোলা।

তবে বেশ কয়েকবার জেরা করায় মিলেছে অজানা অনেক রহস্য। সিবিআইয়ের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করছে ইডি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আর এবার মাদক চক্রে গ্রেফতার হলেন রিয়া চক্তবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ সকাল থেকেই শৌভিক চক্রবর্তীকে জেরা করে এনসিবি। অবশেষে সত্যি স্বীকার করে রিয়া চক্তবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী স্বীকার করেন রিয়াই নির্দেশেই ড্রাগ আনা হত। সুশান্তের প্রাক্তন হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হত বলে জানিয়েছেন শৌভিক।

এমনকি একাধিক ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রয়েছে রিয়া চক্রবর্তীর। শৌভিকের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে উঠে এসেছে  একাধিক মাদক ব্যবসায়ীর নাম। ইতিমধ্যেই  ভিলাত্রা,বসিত, ফৈয়াজ ও কাইজান নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এনসিবি।

About Author