Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rhea Chakraborty: সুশান্ত নয় নতুন বছরে নিজেকেই নিজে চিঠি লিখলেন প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী! রইলো ভিডিও

বর্তমানে বলিউডে সবচেয়ে বিতর্কিত একটি নাম হল রিয়া চক্রবর্তী । ২০২০ সালে জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর এই নামটিই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অভিনেতার মৃত্যু তদন্তে মাদক কান্ডে…

Avatar

By

বর্তমানে বলিউডে সবচেয়ে বিতর্কিত একটি নাম হল রিয়া চক্রবর্তী । ২০২০ সালে জুন সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর এই নামটিই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অভিনেতার মৃত্যু তদন্তে মাদক কান্ডে নাম জড়ায় রিয়ার। এর জন্য একমাসের কাছাকাছি গরাদেও থাকতে হয়েছে অভিনেত্রীকে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে আগের মতো এখন আর অভিনেত্রীর জীবন নেই। পুরোটাই পালটে গিয়েছে। হাতে তেমন কাজ ও নেই, নেই মনের মানুষও।

সুশান্তের মৃত্যুর পর আর কোনো নতুন প্রজেক্টে অভিনেত্রীকে দেখা যায়নি। আগের মতো সেভাবে নিজের ইন্সটাগ্রে সক্রিয় নন। তবে অতীত ভুলে এখন ধীরে ধীরে গোছাচ্ছেন অভিনেত্রী। সদ্য শুরু হয়েছে ২০২২। আর নতুন বছরে রিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। আর এই ভিডিয়োতে দেখা যাচ্ছে নতুন বছরে নিজেই নিজেকে ধন্যবাদ জানাচ্ছেন অভিনেত্রী। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে রিয়া ক্যপাশানে লিখেছেন, ‘তুমিই তোমার সবচেয়ে বড় অবলম্বন। ঠিক যেই মুহূর্তে তুমি নিজেকে খুঁজে পাবে, তুমি জিতবে নিজেকে ভালোবাসবে।’ সঙ্গে love yourself  আর happy new year হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিয়োতে দেখা যাচ্ছে নতুন বছরের জন্য একটি ডায়েরিতে নিজেকেই চিঠি লিখছেন সুশান্ত প্রাক্তনী রিয়া। সেই ডায়েরীতে লিখছেন, ‘প্রিয় আমি, ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ দয়ালু, শক্তিশালী, ধৈর্যশালী থাকার জন্য। সুতরাং মুখ তোলো বেবি গার্ল, তুমি ঠিক পারবে। নতুন বছর ভালো কাটুক। তোমার একান্ত অন্তরাত্মা!’ নতুন বছরকে স্বাগত জানিয়ে রিয়া তাঁর ডায়েরিতে আরও লেখেন, ‘তুমি আমাকে খুশি আর হাসতে দেখছ। তবে এখানে আসা আমার জন্য সহজ ছিল না। একটা গোটা বছর কষ্ট পেয়ে আর সেই কষ্ট থেকে সেরে উঠতেই কেটে গিয়েছে। কিন্তু এখন আমি একগাল হেসে তাকিয়ে আছি ২০২২ সালের দিকে। কারণ যা তোমাকে ভাঙতে পারে না, তা তোমাকে শক্ত করে। প্রিয়জনদের সাথে নতুন বছরটা ভালোভাবে কাটাও। ২০২২ আশা করি সবার জীবনে আলো আর ভালোবাসা নিয়ে আসবে।’ এরপর রিয়ার অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

উল্লেখ্য, ডিসেম্বরেই আদালতের নির্দেশে অভিনেত্রীকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁর ল্যাপটপ, আইফোন-সহ অন্যান্য গ্যাজেটস। যা সুশান্তের মৃত্যু মামলার তদন্তের সময় বাজেয়াপ্ত করা হয়েছিল। এই মুহূর্তে নিজের পরিবারের সাথে মুম্বাইতে থাকছেন অভিনেত্রী।

About Author