Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ফিরে এসো’, সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে আদরঘন পোস্ট রিয়া চক্রবর্তীর

ঠিক এক বছর আগে এই দিনে মুম্বইয়ের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। তারিখটি ছিল ১৪ জুন, ২০২০। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। সোমবার সুশান্ত…

Avatar

By

ঠিক এক বছর আগে এই দিনে মুম্বইয়ের নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। তারিখটি ছিল ১৪ জুন, ২০২০। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। সোমবার সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যু বার্ষিকী। সেই উপলক্ষে প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন সারা ভারতবাসী। তারকার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাই সকাল থেকেই আবেগে ভাসছেন সুশান্তের ফ্যান ও টিনসেল টাউনে তাঁর সহকর্মীরা।

অভিনেতার এই আত্মহত্যা ঘিরে উঠে এসেছিল একাধিক প্রশ্নও। সুপ্রিম কোর্টের নির্দেশে সুশান্তের মৃত্যুর তদন্ত আজও সিবিআই-এর হেফাজতে। এখনো এই মামলার তদন্ত অসমাপ্ত। এই মৃত্যু তদন্ত চলাকালীন উঠে এসেছিল প্রয়াত তারকার প্রাক্তন বান্ধবী তথা বলি-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। প্রায় একমাস হাজতবাসও করেছিলেন তিনি। আপাতত কিছু টাকা জরিমানা দিয়ে জামিনে মুক্ত রয়েছেন এই অভিনেত্রী। অভিনেতার মৃত্যুর পর তাঁর নাম জড়ানোর পর গত একবছর ধরে বলিউড থেকে এখন অভিনেত্রী বহিরাগত। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও সুশান্ত অভিনেত্রীদের কাছ থেকে ব্যাপক রোষের মুখে পড়েছেন রিয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবু হাজার অপমানের পরও আজ নিজের মনের মানুষকে ভালোবাসেন রিয়া। এবার সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখলেন রিয়া।স ঙ্গে পোস্ট করলেন সুশান্তের সঙ্গে কাটানো তাঁর হাসিখুশি মেজাজের একটি ছবি। সুশান্তকে তাঁর জীবনের ‘রক্ষাকর্তা’ বলে সম্বোধন করলেন। রিয়া লেখেন আজও যখন অভিনেতার কথা মনে পড়ে, বড্ড কষ্ট হয় তাঁর। সুশান্ত যে আর নেই একথা এক মুহূর্তেরও জন্যও তিনি বিশ্বাস করতে রাজি নন । অভিনেত্রী আরও লিখেছেন,’ কথায় বলে সময় নাকি সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু তুমিই যে আমার ‘সময়’ এবং ‘সবকিছু’ দুইই ছিলে। আমার কেন জানি খুব মনে হয় মেঘের ওপর থেকে তোমার প্রিয় টেলিস্কোপ দিয়ে আমার ওপর নজর রাখছো তুমি। আমাকে সব বিপদের থেকে আগলে রাখছো।’

এখানেই না থেমে ওই শোকবার্তায় সুশান্তের বান্ধবী সংযোজন করে লিখেছেন, ‘তিনি প্রতিদিন অপেক্ষা করছেন সুশান্তকে ফের একবার দেখা পাওয়ার জন্য। কারণ তিনি বিশ্বাস করেন সুশান্ত তাঁর আশেপাশেই রয়েছন সবসময়। কিন্তু যখন বুঝি তা আর হবে না, অদ্ভুত একটা কষ্ট হয় অভিনেত্রীর। তারপরেই অভিনেত্রীর কানে আজও বেজে ওঠে একসময় বলা সুশান্তের কিছু কথা, যা আজও প্রতিমুহূর্তে শক্তি জোগায় অভিনেত্রীকে।’

তিনি সুশান্তকে ভালোবেসে ‘বেবু’ এবং ‘পুটপুট’ বলতেন। রিয়া আরও লেখেন যে ‘সে’ ছাড়া তাঁর জীবন পুরোপুরি অর্থহীন। সুশান্তকে রোজ মালপোয়া খাওয়াতে এবং পৃথিবীর কোয়ান্টাম ফিজিক্সের ওপর লেখা সব বই দিয়ে উঠতে পারেননি, তাঁর আফসোস এখনো রিয়া করেন। বার্তার শেষে সুশান্তের উদ্দেশ্যে ‘ফিরে এসো আমার কাছে’ বলতে ভোলেননি। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

About Author