Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নেই বিছানা, নেই পাখা, ডাল রুটি দিয়ে জেলে পেট ভরাচ্ছে রিয়া

সুশান্ত সিংয়ের রহস্য মৃত্যুর মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত কাটানোর কথা বাইকুল্লা জেলে। এর আগে জামানত যাচিকা বাতিল হওয়ার পর আজ হতে পারে সে বিষয়ে চূড়ান্ত ফয়সালা।…

Avatar

সুশান্ত সিংয়ের রহস্য মৃত্যুর মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত কাটানোর কথা বাইকুল্লা জেলে। এর আগে জামানত যাচিকা বাতিল হওয়ার পর আজ হতে পারে সে বিষয়ে চূড়ান্ত ফয়সালা। এর মধ্যে উঠে এল রিয়ার কারাগারে কাটানোর বিষয়ে কিছু তথ্য।

শিনা বোরা মামলার অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির পাশের কারাগারে স্থান হয়েছে মাদক কাণ্ডে গ্রেফতার রিয়ার। সূত্রের খবর, রিয়াকে যে সেলে রাখা হয়েছে সেখানে কোনো বিছানা বা পাখার ব্যবস্থা নেই। আপাতত নাকি চাটাই বিছিয়ে শুতে হচ্ছে সুশান্তের বান্ধবীকে। অবশ্য কোর্ট আদেশ করলে তাঁর জন্য টেবিল পাখার ব্যবস্থা করা যাবে বলেও খবর। রিয়ার সেলের বাইরে দুজন গার্ডও সর্বদা পাহারা দেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভোর ৬টায় রোল কলের জন্য বাইরে যেতে হয় রিয়াকে। এরপর ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে জলখাবার করে চলে আসেন নিজের সেলে। দুপুরের খাবারও পছন্দসই হচ্ছে না তাঁর। চাল, ডাল, রুটি আর আলুর তরকারি দিয়েই পেট ভরাতে হচ্ছে দুপুরে।

About Author