Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেখতে আশ্চর্যজনক, স্টাইল অতুলনীয়, রিয়া চক্রবর্তী লাল হাই স্লিট পোশাক পরে আলোড়ন সৃষ্টি করেছেন, ছবি ভাইরাল

রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ধীরে ধীরে আবারও কাজ শুরু করেছেন। নিজেকে নতুন করে গ্রুম করছেন তিনি। কিছুদিন আগে অবধি শোনা গিয়েছিল, রিয়াকে বলিউডের তৈরি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করতে দেখা…

Avatar

রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ধীরে ধীরে আবারও কাজ শুরু করেছেন। নিজেকে নতুন করে গ্রুম করছেন তিনি। কিছুদিন আগে অবধি শোনা গিয়েছিল, রিয়াকে বলিউডের তৈরি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু বর্তমানে জানা গিয়েছে, সীতার চরিত্রে রিয়ার পরিবর্তে দেখা যেতে চলেছে সাই পল্লবী (Sai Pallavi)- কে। তবে কয়েকটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেছেন রিয়া। এমনকি করছেন ব্র্যান্ড এনডোর্সমেন্ট। সম্প্রতি মুম্বইয়ের জুহু এলাকার একটি রেস্তোরাঁর বাইরে দেখা গেল তাঁকে। পাপারাৎজিদের একাংশের ক্যামেরাবন্দি হলেন রিয়া।

এদিন রিয়ার পরনে ছিল লাল রঙের হাই-থাই স্লিটেড গাউন। সাটিনের তৈরি গাউনের স্লিভ নুডল প‍্যাটার্নের। গাউনের ডিপ নেকলাইনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে রিয়ার ক্লিভেজ। নেকলাইনে রয়েছে ডিটেলিং। হাই-থাই স্লিটেড গাউনের মাধ্যমে উন্মুক্ত রয়েছে রিয়ার মসৃণ পা। এই গাউনের সাথে হালকা মেকআপ করেছেন রিয়া। কালো আইলাইনারের সরু টান রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো হালকা গোলাপি রঙের লিপস্টিকে। খোলা রয়েছে রিয়ার চুল। গলায় রয়েছে কালো রঙের বাটারফ্লাই পেনডেন্ট। দুই কানে রুপোলি রঙের জাঙ্ক ইয়ারিং পরেছেন রিয়া। পায়ে রয়েছে কালো রঙের স্টিলেটো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন রিয়ার সাথে উপস্থিত ছিলেন তাঁর ভাই শৌভিক (Shouvik Chakraborty)-ও। ইদানিং অবশ্য দিদির সাথে তাঁকে সব ইভেন্টেই দেখা যায়। তবে এদিন পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেননি তিনি। শৌভিকের পরনে ছিল সাদা রঙের শার্ট, নীল ব্লেজার ও ট্রাউজার। রিয়া হাসিমুখে পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিয়েছেন। শেষবার রিয়াকে দেখা গিয়েছে এমটিভির রিয়েলিটি শো ‘রোডিজ’-এ। তবে এখনও অবধি তাঁর আগামী কাজের খবর জানা যায়নি।

About Author