Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিয়া এবং তাঁর সঙ্গীদের করা হবে নারকোটিক্স টেস্ট, তবে কি দিন ঘনিয়ে আসছে রিয়ার?

শীঘ্রই রিয়া এবং তাঁর সঙ্গীদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে সূত্রের খবর। যদিও, রিয়ার এডভোকেট জানান, রিয়া কখনো মাদক ছুঁয়েও দেখেননি। কিন্তু ইনভেস্টিগেশন যে অন্য কথা বলছে।ইতিমধ্যে, রিয়ার বিরুদ্ধে…

Avatar

শীঘ্রই রিয়া এবং তাঁর সঙ্গীদের রক্তের নমুনা সংগ্রহ করা হবে বলে সূত্রের খবর। যদিও, রিয়ার এডভোকেট জানান, রিয়া কখনো মাদক ছুঁয়েও দেখেননি। কিন্তু ইনভেস্টিগেশন যে অন্য কথা বলছে।ইতিমধ্যে, রিয়ার বিরুদ্ধে একাধিক প্রমান জোগাড় করেছে সিবিআই টিম।

রিয়া এবং তাঁর সঙ্গীদের করা হবে নারকোটিক্স টেস্ট, তবে কি দিন ঘনিয়ে আসছে রিয়ার?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরইমধ্যে, প্রয়াত অভিনেতা সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, জয়া সাহা ও দীপেশ সাওয়ান্তের হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এসেছে মাদক সংক্রান্ত বিভিন্ন কথাবার্তা। যেখানে উঠে এসেছে নিষিদ্ধ মাদকের আদান প্রদানের কথা। যা সম্ভবত সুশান্তকে চা কিংবা কফির সঙ্গে মিশিয়ে খাওয়ানোর কথা বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আর এই তথ্য উঠে আসার পরেই রিয়া ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে ১৯৮৫-র ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন’ (NDPC)-এর আওতায় ভারতীয় দণ্ডবিধির ২৮, ২০বি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

রিয়া এবং তাঁর সঙ্গীদের করা হবে নারকোটিক্স টেস্ট, তবে কি দিন ঘনিয়ে আসছে রিয়ার?

রিয়ার সম্পর্কিত বিস্ফোরক তথ্য জানতে পড়তে থাকুন।

About Author
news-solid আরও পড়ুন