Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: হোলিতে বাড়ি ফেরার টিকিটের চিন্তা শেষ! এই সহজ উপায়ে নিশ্চিত টিকিট বুক করুন

ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল পরিষেবা প্রদান করে। প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করলেও উৎসবের মৌসুমে নিশ্চিত টিকিট পাওয়া অনেক কঠিন হয়ে যায়। যদি হোলিতে বাড়ি ফেরার টিকিট নিশ্চিত না…

Avatar

ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল পরিষেবা প্রদান করে। প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করলেও উৎসবের মৌসুমে নিশ্চিত টিকিট পাওয়া অনেক কঠিন হয়ে যায়। যদি হোলিতে বাড়ি ফেরার টিকিট নিশ্চিত না হয়, তাহলে এই বিশেষ পদ্ধতিগুলো অনুসরণ করে সহজেই কনফার্ম টিকিট বুক করতে পারেন। আসুন ধাপে ধাপে তৎকাল টিকিট বুকিং পদ্ধতি জেনে নিই।

অনলাইনে তৎকাল টিকিট বুকিং

– প্রথমে Confirmtkt অ্যাপ ডাউনলোড করুন, যা হিন্দি ও ইংরেজিসহ একাধিক ভাষায় উপলব্ধ।
– অ্যাপটি ইনস্টল করার পর মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে লগইন করুন।
– এরপর গন্তব্যের তথ্য ও ভ্রমণের তারিখ নির্বাচন করুন।
– সার্চ অপশনে ক্লিক করার পর ট্রেনের সম্পূর্ণ তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

IRCTC আইডি দিয়ে লগইন

– প্রদর্শিত ট্রেন ও ক্লাস নির্বাচন করুন।
– এরপর IRCTC ব্যবহারকারী আইডি দিয়ে লগইন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে, এখান থেকেই নতুন আইডি তৈরি করতে পারেন।
– লগইন করার পর যাত্রীদের তথ্য পূরণ করতে হবে।
– সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনার টিকিট বুকিং নিশ্চিত হয়ে যাবে।

তৎকাল টিকিট বুকিংয়ের সময়সূচি

– এসি কোচের তৎকাল টিকিট বুকিং সকাল ১০টা থেকে শুরু হয়।
– নন-এসি (স্লিপার) কোচের টিকিট বুকিং শুরু হয় সকাল ১১টা থেকে।
– যাত্রার একদিন আগে তৎকাল টিকিট পরিষেবা চালু হয়।
– বুকিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে যাত্রী তালিকা (Master List) আগে থেকেই প্রস্তুত রাখা ভালো।

মাস্টার লিস্ট ব্যবহার করে দ্রুত বুকিং

– যাত্রীর নাম, লিঙ্গ ও বার্থ সংক্রান্ত তথ্য যুক্ত করে সাবমিট করুন।
– এর মাধ্যমে My Passenger List-এ সংরক্ষণ করা যাবে।
– টিকিট বুক করার সময় My Passenger List থেকে যাত্রী নির্বাচন করুন।
– অবশেষে পেমেন্ট সম্পন্ন করে সহজেই কনফার্ম টিকিট বুক করুন।

এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে, উৎসবের ভিড়েও নিশ্চিন্তে আপনার ট্রেনের টিকিট বুক করতে পারবেন!

About Author