Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Local Train Cancel: হাওড়া শাখায় চলবে মেরামতির কাজ, আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল থাকবে এই শাখায় একাধিক ট্রেন চলাচল

বর্তমানে পূর্ব রেলওয়ের একাধিক শাখায় চলছে লাইন মেরামতির কাজ। নৈহাটি হালিশহরের মধ্যে তৃতীয় লাইনের কাজ চলার কারণে একটা দীর্ঘ সময় যাবত সমস্যার মুখোমুখি হয়েছিলেন যাত্রীরা। শিয়ালদা হাসনাবাদ লাইনের মাঝেও রেললাইনের…

Avatar

বর্তমানে পূর্ব রেলওয়ের একাধিক শাখায় চলছে লাইন মেরামতির কাজ। নৈহাটি হালিশহরের মধ্যে তৃতীয় লাইনের কাজ চলার কারণে একটা দীর্ঘ সময় যাবত সমস্যার মুখোমুখি হয়েছিলেন যাত্রীরা। শিয়ালদা হাসনাবাদ লাইনের মাঝেও রেললাইনের কাজের কারণে একটা দীর্ঘ সময় পর্যন্ত বাতিল ছিল বেশ কিছু ট্রেন চলাচল। আর এবারে লাইনের কাজ শুরু হলো হাওড়া শাখার লিলুয়া বর্ধমান লাইনে। এই কাজের জন্য বুধবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল হয়ে গেল এই শাখার ১৪টি লোকাল ট্রেন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই সম্পর্কিত ঘোষণা করে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এই সিদ্ধান্তের ফলে নিত্যযাত্রীদের যে সমস্যা অনেকটাই বেড়ে গেল সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এই বিজ্ঞপ্তি অনুসারে, লিলুয়া থেকে বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেল লাইনে একাধিক সংস্কারের কাজ চালানো হচ্ছে। সেই কারণেই উন্নত মানের ওভারহেড যন্ত্রাংশ বসানোর কাজ এই মুহূর্তে চলছে এই লাইনে। এর কারণে মার্চের প্রথম সপ্তাহ থেকেই কাজ শুরু হবে হাওড়া বর্ধমান শাখার এই অংশে। সেই কারণেই লোকাল ট্রেন চলাচল এবং লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে আগামী কয়েকদিনের জন্য। মার্চ মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত যে কটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ট্রেন স্থান পেয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হাওড়া থেকে ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫ লোকাল ট্রেন বাতিল করা রয়েছে। পাণ্ডুয়া থেকে রওনা দেওয়া ৩৭৬১৪ ট্রেনটিও বন্ধ রাখা হয়েছে। বর্ধমান থেকে দু’টি লোকাল (৩৭৮৩৪ ও ৩৭৮৪০) বাতিল করা ছাড়াও এই তালিকায় রয়েছে তারকেশ্বর (৩৭৩৫৪), গুড়াপ (৩৬০৭২), শ্রীরামপুর (৩৭০১২) এবং মশাগ্রাম (৩৬০৮৬) থেকে ১টি করে লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

About Author