ভারতীয় গ্রাহকদের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় গাড়ির কোম্পানি হলো রেনোল্ট। এই কোম্পানির গাড়ি ভারতের বাজারে খুবই বেশি জনপ্রিয় হয়ে থাকে এবং ভারতের বহু মানুষ এই গাড়ি কিনতে পছন্দ করেন। এই কোম্পানি খুব সস্তায় অত্যন্ত ভালো মানের কিছু গাড়ি বানিয়ে থাকে ভারতের বাজারের জন্য। এই কারণেই সেপ্টেম্বর ২০২৪ এ এই কোম্পানিটি ভারতের অন্যতম বড় একটা গাড়ির কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে। আপনাদের জানিয়ে রাখি, আবারো গাড়ি বিক্রির তালিকায় একেবারে শীর্ষে উঠে এসেছে রেনল্ট কোম্পানির রেনল্ট ট্রাইবার। এই মাসে এই গাড়িটির ১৫৩৮ ইউনিট বিক্রি হয়েছে। বার্ষিক হিসেবে দেখতে গেলে ৬ শতাংশ কম বিক্রি হলেও, ভারতের অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি বিক্রি হয়েছে renault triber। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই নতুন গাড়িটির ব্যাপারে সমস্ত তথ্য একেবারে বিস্তারিতভাবে।
Renault কোম্পানির এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ১.০ লিটারের পেট্রোল ইঞ্জিন, যে ইঞ্জিন আপনাকে ৭১ bhp শক্তি এবং ৯৬ এনএম টর্ক তৈরি করে দেবে। অন্যদিকে এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফাইভ স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স। এই গাড়িটির মাইলেজ ১৮ থেকে ১৯ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত হতে পারে। ভারতে এই কোম্পানির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য ৬ লক্ষ থেকে ৮.৯৭ লক্ষ্য টাকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই গাড়িতে আপনারা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে সিস্টেম পেয়ে যাবেন। এই গাড়িতে রয়েছে একটি ৮ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম। তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি ৭ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। এর পাশাপাশি আছে ওয়্যারলেস ফোন চার্জার, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, এসি ভেন্ট, পুশ বাটন স্টার্টআপ এবং গাড়ির মতো কেবিন সেন্টারে কনসোল কুল্ড স্টোরেজ। এই গাড়িতে নিরাপত্তার জন্য আপনারা এয়ারব্যাগ পেয়ে যাবেন চারটি। এছাড়াও রয়েছে টায়ার প্রেসার মনিটারিং সিস্টেম, ফলে টায়ারে কতটা হাওয়া রয়েছে সেটা আগে থেকেই জানতে পারবেন আপনারা।