Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

থ্রি ইডিয়টস ছবির সাইলেন্সারকে মনে আছে? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে

থ্রি ইডিয়টস' ছবির সাইলেন্সার চরিত্রটির কথা মনে আছে? মনে থাকারই কথা, কারণ ওরকম আইকনিক চরিত্র বলিউডে খুব একটা বেশি তৈরি হয়েছে বলে মনে হয়না। থ্রি ইডিয়টস ছবিটির অন্যতম একটি স্তম্ভ…

Avatar

থ্রি ইডিয়টস’ ছবির সাইলেন্সার চরিত্রটির কথা মনে আছে? মনে থাকারই কথা, কারণ ওরকম আইকনিক চরিত্র বলিউডে খুব একটা বেশি তৈরি হয়েছে বলে মনে হয়না। থ্রি ইডিয়টস ছবিটির অন্যতম একটি স্তম্ভ ছিল ওই চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেতা ওমি বৈদ্য। কিন্তু আপনি কি জানেন ৩ ইডিয়টসের শিক্ষিত সাইলেন্সার ওমি বৈদ্য এখন কী করেন এবং এখন তাকে দেখতে কেমন? যদি তা না হয়, তাহলে চলুন আপনাদের দেখাই ওমির এমন ৫টি ছবি, যা দেখে আপনিও বলবেন যে তিনি আমির, মাধবন এবং শারমন জোশিকেও স্টাইলের দিক থেকে হারিয়ে দিতে পারেন।

ওমি বৈদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউকা ভ্যালিতে জন্মগ্রহণ করেন। আমেরিকা থেকে স্কুল-কলেজের পড়াশোনা করেছেন তিনি। এরপর তিনি ভারতে স্থায়ী হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। তার সবচেয়ে বিখ্যাত চরিত্রটি ছিল ৩ ইডিয়টস-এর সাইলেন্সার, যা দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফিল্ম ছাড়াও যদি বাস্তব জীবনের কথা বলি তাহলে ওমি বৈদ্য বেশ স্টাইলিশ। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা বেশ কিছু ছবিতে ওমী নিজের স্টাইলিশ লুক সকলের সামনে প্রদর্শন করে থাকেন। এই সমস্ত ছবি দেখে পরিষ্কারভাবেই ধারণা করা যায় ব্যক্তিগত জীবনে তিনি বেশ কেতাদুরস্ত এবং হাল ফ্যাশনের জিনিস তার বেশ পছন্দ।

এমনিতে ওমি খুব হাসিখুশি প্রকৃতির মানুষ এবং তিনি চলচ্চিত্রেও একইরকম চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। তবে, বলিউডের বড় বড় অভিনেতাদের মত তার জীবন যাপন নয়। বরং সকলের সাথে মিশে সাধারণভাবে জীবন যাপন করতে পছন্দ করেন তিনি। তিনি একজন খুবই সাধারণ মানুষ, তাই নিজের ব্যক্তিগত জীবনকে বলিউডের তারাদের সঙ্গে মিলিয়ে দেন না তিনি।

About Author