Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ে করতে চলেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর তারা গোনা বালক, দেখুন পাত্রী কে?

যারা কুছ কুছ হোতা হ্যায় দেখেছেন তাঁরা পরজান কে চিনবেন। ওহ মনে আছে সেই ছোট্ট বাচ্চাটির কথা? সর্দার শিশু, মাথায় ছোট্ট ঝুঁটি। এখন সে ২৮ বছরের যুবক। আর ছোট্টটি নেই।…

Avatar

যারা কুছ কুছ হোতা হ্যায় দেখেছেন তাঁরা পরজান কে চিনবেন। ওহ মনে আছে সেই ছোট্ট বাচ্চাটির কথা? সর্দার শিশু, মাথায় ছোট্ট ঝুঁটি। এখন সে ২৮ বছরের যুবক। আর ছোট্টটি নেই। বিয়ে করতে চলেছেন বান্ধবী ডেলনা শ্রফকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০২১ এর ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করতে চলেছেন। চলুন দেখে নিই সেই খুদে সর্দার অভিনেতা এখন কেমন হয়েছে।

বান্ধবী ডেলনা শ্রফের সঙ্গে বহুদিনের সম্পর্ক পরজানের।

 

View this post on Instagram

 

A post shared by P A R Z A A N D A S T U R (@parzaan.dastur) on

‘তুস্‌সি যা রহে হো? তুস্‌সি না যাও’! এই ডায়লগের জন্যেই জনপ্রিয় হয়ে ওঠে পরজান দস্তুর। সেইসময় এই খুদে সাইলেন্ট সর্দারজিকেই ভালবেসেছেন সকলে।

 

View this post on Instagram

 

A post shared by P A R Z A A N D A S T U R (@parzaan.dastur) on

কভি খুশি কভি গম, জুবেইদা, সিকান্দার ও মহব্বতেঁ ছবিতে অভিনয় করেছিলেন ছোট্ট পরজান। বর্তমানে রুপোলি পর্দায় আর পরজানের দেখা না মিললেও সঙ্গীত চর্চা করেন সেই খুদে শিশুশিল্পী। এমনকি, পড়াশোনার পাশাপাশি ছবি পরিচালনা এবং প্রোডাকশন ম্যানেজমেন্টের পাঠ নিতে ব্যস্ত পরজান। স্বয়ং কর্ণ জোহর এর থেকে প্রোডাকশন ম্যানেজমেন্টের পাঠ নিচ্ছেন পরজান।

বিয়ে করতে চলেছেন 'কুছ কুছ হোতা হ্যায়'-এর তারা গোনা বালক, দেখুন পাত্রী কে?

About Author