Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাদেনের মতোই সমুদ্রে শেষকৃত্য সম্পন্ন হল বাগদাদির

আমেরিকা যুক্তরাষ্ট্র : আইএসআইএস যা পৃথিবীর এক অন্যতম জঙ্গি গোষ্ঠী। এদের মূল লক্ষ্য পৃথিবীতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এদের মূল নেতা আবু বকর আল বাগদাদি। এই বাগদাদিকে হত্যা করতে আমেরিকার…

Avatar

আমেরিকা যুক্তরাষ্ট্র : আইএসআইএস যা পৃথিবীর এক অন্যতম জঙ্গি গোষ্ঠী। এদের মূল লক্ষ্য পৃথিবীতে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এদের মূল নেতা আবু বকর আল বাগদাদি। এই বাগদাদিকে হত্যা করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামরিক অভিযানের ঘোষনা করেছিলেন। শনিবার রাতে ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, বড়ো কিছু ঘটেছিল।

আমেরিকার এক প্রতিবেদন পত্র থেকে জানা যায়, আইএসআইএসের মূল নেতা আল বাগদাদিকে হত্যা করা হয়। এক সুরঙ্গের মধ্যে কুকুরের মতো বাগদাদিকে হত্যা করে মার্কিন সেনা। তবে এব্যাপারে খুবই সতর্ক ‘ডেল্টা ফোর্স’। নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে ডিএনএ টেস্ট করে তারা, সেখানেই নিশ্চিত হয় যে বাগদাদি নিহত। রবিবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষনা করেন বাগদাদিকে হত্যা করা হয়েছে। পেন্টাগন সুত্রে খবর, লাদেনের মতো আরও এক আইএসআইএস নেতা(বাগদাদিকে) সমুদ্রে ভাসানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফস প্রেসিডেন্ট মার্ক মাইলি জানান, যুদ্ধের রীতি অনুযায়ী বাগদাদির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই বাগদাদিকে সমুদ্রে ভাসানো হয়েছে। বিশ্লেষকদের মতে যদি বাগদাদিকে কবর দেওয়া হত, তাহলে ওই স্থানটি জঙ্গিদের জন্য এক তীর্থস্থানে পরিনত হত। ২০১১ সালে অ্যাবোটাবাদে ‘অপারেশন নেপচুন স্পিয়ার’ সফল হওয়ার পর মার্কিন জাহাজ USS Carl Vinson এ লাদেনের দেহ সমুদ্রে ভাসানো হয়।

অন্যদিকে, আইএসের প্রধানের হত্যার অভিযানটি উৎসর্গ করা হয়েছে এক মার্কিন মহিলাকে। তার নাম কায়লা মিউলার। রবিবার এক মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন। জানা গিয়েছে যে বাগদাদি নাকি কায়লাকে ধর্ষন করেন। মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। কিন্তু আইএস দাবি করে, রাকায় জর্ডনের বিমান হামলায় মৃত্যু হয় কায়লার, কিন্তু সেখানে তার মৃতদেহ পাওয়া যায়নি।

About Author