রিলায়েন্স জিও সম্প্রতি গ্রাহকদের জন্য লঞ্চ করেছে তাদের নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার অফার। ২৪ ডিসেম্বর থেকে মাই জিও ও জিও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই অফারটি। কিন্তু এটা ছাড়াও জিওর অনেক গুলি ভালো প্রিপেড অফার আছে যেগুলো সম্বন্ধে অনেকেই জানেন না। এরকমই জিওর কিছু সেরা প্রিপেড অফারের সম্বন্ধে জেনে নিন। প্রিপেড গ্রাহকদের জন্য জিওর সেরা প্ল্যান গুলি দেখুন:
২০২০ টাকা: সম্প্রতি ২০২০ টাকার হ্যাপি নিউ ইয়ার প্ল্যানটি চালু করেছে জিও। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে মোট ৫৪৭.৫ জিবি ডেটা পাবে গ্রাহকরা যার বৈধতা ৩৬৫ দিন। এছাড়া জিওও টু জিও আনলিমিটেড কলিং এর সাথে প্রতিদিন ১০০ এসএমএস এবং জিও থেকে অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট ফ্রি কলিং এর সুবিধা দেবে কোম্পানি। এর সাথে জিওর সমস্ত অ্যাপ্লিকেশনগুলির ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now98 টাকা: সাশ্রয়ী মূল্যের এই প্ল্যানটি ২৮ দিনের জন্য। ৯৮ টাকার প্ল্যানটিতে ২ জিবি ডেটা সহ জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, ৩০০ টি এসএমএস দেবে কোম্পানি। জিও অ্যাপ্লিকেশনগুলির ফ্রি সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত আছে প্ল্যানটিতে।
329 টাকা: ৩২৯ টাকার প্ল্যানটিতে ৮৪ দিনের জন্য মোট ৬ জিবি ডেটা দেওয়া হবে। এছাড়া জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, ১০০০ এসএমএস, জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে ৩০০০ মিনিটের ভয়েস কল এর সুবিধা দেবে কোম্পানি। এছাড়া সমস্ত জিও অ্যাপ্লিকেশনগুলির একটি ফ্রি সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত আছে প্ল্যানটিতে।
349 টাকা: যারা একটু বেশি ইন্টারনেট ব্যবহার করেন, এই প্রিপেড প্ল্যানটি তাদের জন্য। এই প্রিপেড প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ৩ জিবি করে ডেটা, জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, দিনে ১০০ টি এসএমএস এবং ৩০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিং এর সুবিধা দেওয়া হবে। এছাড়া সমস্ত জিও অ্যাপ্লিকেশনগুলির সাবস্ক্রিপশনও ফ্রিতে দেবে কোম্পানি।
১২৯৯ টাকা: ১২৯৯ টাকার বার্ষিক এই প্রিপেড প্ল্যানে ২৪ জিবি ডেটা, জিও টু জিও আনলিমিটেড কলিং এর সুবিধা, ৩৬০০ এসএমএস এবং ১২০০০ মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কলিং এর সুবিধা দেওয়া হবে। এছাড়া সমস্ত জিও অ্যাপের ফ্রিতে সাবস্ক্রিপশনও দেবে কোম্পানি।