রিলায়েন্স জিও তার পোর্টফোলিওতে সম্প্রতি একটি নতুন রিচার্জ প্ল্যান যুক্ত করেছে। জিও কোম্পানির এই রিচার্জ প্লানে পুরো বছর আনলিমিটেড ৫জি ইন্টারনেট পাওয়া যাবে। পাশাপাশি ব্যবহার করার জন্য গ্রাহকদের কাছে একটি চালু প্ল্যান থাকতে হবে। জিও এই নতুন রিচার্জ চালু করে ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রিচার্জ প্লানে আপনারা কত টাকা দিয়ে রিচার্জ করতে পারবেন এবং আপনি কত টাকা বেনিফিট তৈরি করতে পারবেন।
৬০১ টাকা রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও কোম্পানির ৬০১ টাকার এই রিচার্জ প্লানে আপনারা শুধুমাত্র ডেটা সুবিধা পাবেন না, এর সাথে কিন্তু আপনারা কলিং এবং এসএমএস এর মত সুবিধা পেয়ে যাবেন। কোম্পানি এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি রেখেছে ৩৬৫ দিন। নতুন জিও ব্যবহারকারীরা জিও ডেটা ভাউচার হিসেবে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। তবে এটা কিন্তু শুধুমাত্র প্রিপেইড ইউজারদের জন্য নিয়ে আসা হয়েছে। ১২ টি আলাদা আলাদা ডেটা ভাউচারের মাধ্যমে আপনারা ফাইভ-জি ইন্টারনেট আনলিমিটেড পেয়ে যাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিভাবে রিচার্জ করবেন?
আপনাকে প্রথমে মাইজিও অ্যাপ বা ওয়েবসাইট থেকে ৬০১ টাকার একটি ডেটা ভাউচার কিনতে হবে। এরপরে আপনি আপনার একাউন্টে ৫১ টাকার ১২ টি ডেটা ভাউচার জমা হতে দেখতে পারবেন। এখানে এক মাসের জন্য আনলিমিটেড ৫জি ইন্টারনেট এবং ৩ জিবি হাইস্পিড ৪জি ইন্টারনেট পেয়ে যাবেন আপনি। এই ভাউচার মাইজিও একাউন্ট থেকে মাই ভাউচার সেকশনে আপনি রিডিম করতে পারবেন। যেকোনো jio গ্রাহককে আপনি উপহার হিসেবে এই ভাউচার দিতে পারবেন।