Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির JIO

করোনার জেরে লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। ফলে ডেটার চাহিদা বেড়ে গেছে বহুগুণ। এই সমস্যা সমাধানের জন্য জিও নিয়ে এসেছে এমন একটি প্ল্যান, যার…

Avatar

করোনার জেরে লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। বাড়িতে বসেই সারতে হচ্ছে যাবতীয় কাজ। ফলে ডেটার চাহিদা বেড়ে গেছে বহুগুণ। এই সমস্যা সমাধানের জন্য জিও নিয়ে এসেছে এমন একটি প্ল্যান, যার ফলে উপকৃত হবেন গ্রাহকেরা। জিও কর্তৃপক্ষ একটি বার্ষিক প্ল্যান এনেছে, যার ফলে গ্রাহকেরা ভয়েস কলিং এর সাথে সাথে বেশি পরিমাণে ডেটা উপভোগ করতে পারবে।

নতুন এই প্ল্যানটি হলো –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২,৩৯৯ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড জিও কল + ১২,০০০ মিনিট ননজিও কল। বৈধতা ৩৬৫ দিন।

জানা গেছে যে, এই নতুন প্ল্যানটি হলো গত ফেব্রুয়ারিতে চালু হওয়া ২,১২১ টাকার সংযোজিত রূপ। আগের এই প্ল্যানটিতে গ্রাহকেরা পেতেন – প্রতিদিন ২ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড জিও কল + ১২,০০০ মিনিট ননজিও কল। বৈধতা ৩৩৬ দিন।

জিওর নতুন প্ল্যানটি যে অন্যান্য টেলিকম সংস্থা গুলির থেকে ৩৩ শতাংশ সাশ্রয়ী হবে, এমনটাই দাবী করেছে এই কর্তৃপক্ষ। কারণ, এয়ারটেল সংস্থা ২,৩৯৮ টাকায় দেয় দৈনিক ১.৫ ডেটার সুবিধাযুক্ত প্ল্যান(বৈধতা ৩৬৫ দিন)। অন্যদিকে ভোডাফোন সংস্থাও একই ডেটার সুবিধা দেয়।

তবে শুধু এই দীর্ঘমেয়াদী প্ল্যানটিই নয়, “বাড়ি থেকে কাজ” প্রকল্পের আওতায় জিওর আরও কিছু রিচার্জ প্ল্যান রয়েছে, যাতে শুধুমাত্র ডেটার সুবিধা পাবেন গ্রাহকেরা। সেগুলি হলো-

১১ টাকাঃ ৮০০ এমবি।

২১ টাকাঃ ১ জিবি।

৩১ টাকাঃ ২ জিবি।

৫১ টাকাঃ ৬ জিবি।

১০১ টাকাঃ ১২ জিবি।

১৫১ টাকাঃ ৩০ জিবি।

২০১ টাকাঃ ৪০ জিবি।

২৫১ টাকাঃ ৫০ জিবি।

About Author