Today Trending Newsদেশনিউজ

লকডাউনের মধ্যেও বিশাল টাকার সম্পত্তি বাড়াল রিলায়েন্স জিও

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের প্রভাবে দেশে ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। উৎপাদন বন্ধ সমস্ত বড় সংস্থা গুলির। অধিকাংশ বড় সংস্থাই করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও মুনাফা করেছে রিলায়েন্স জিও। সংস্থার রিপোর্ট অনুসারে চতুর্থ ত্রৈমাসিকে জিওর বৃদ্ধির হার ৭৩ শতাংশ। মুনাফার অঙ্ক ২৩৩১ কোটি টাকা। বাকি সমস্ত সংস্থা যেখানে লকডাউনের প্রভাবে ক্ষতিতে চলছে সেখানে জিও এর এই বিপুল মুনাফা অবাক করার মতো বিষয়।

Advertisement
Advertisement

জিওর গত আর্থিক বর্ষে বৃদ্ধির পরিমাণ ছিল ১১৭.৫%, এর সাথে রাজস্ব বৃদ্ধি ছিল ৬.২%। মোট টাকার অঙ্কে যা ১৪৮৩৫ কোটি টাকা। লকডাউনের ফলে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে বহুলাংশে। তার প্রভাব দেখা গেছে জিও এর ডেটা ব্যবহারেও। Q3 তে ইউজার প্রতি ইন্টারনেট ব্যবহারের পরিমাণ যেখানে ছিল ১১.১ জিবি, Q4 এ তা বেড়ে হয়েছে ১১.৩ জিবি ইউজার প্রতি।

Advertisement

তবে জিও মুনাফা করলেও লকডাউনের ফলে লোকসানের মুখে পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সংস্থার দেওয়া তথ্য অনুসারে, চতুর্থ ত্রৈমাসিকে ৪৫.৫% এবং গত অর্থবর্ষে ৩৮.৭% বৃদ্ধির হার কমেছে রিলায়েন্সের। বৃদ্ধির হার কমার ফলে রিলায়েন্সের মোট লাভের পরিমাণ কমে হয়েছে ৬৩৪৮ কোটি টাকা।

Advertisement
Advertisement

সংস্থা ক্ষতির মুখে পড়ায় কর্মীদের বেতন কাটার কথাও ঘোষণা করেছে রিলায়েন্স। হাইড্রোকার্বন বিভাগের কর্মীদের বেতন কাটা হবে বলে বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানায় রিলায়েন্স। এমনকি সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানিও এই সময় কোনো বেতন নেবেন না বলে জানিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button