Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনলাইন ফার্মেসি সংস্থা নেটমেডস এর শেয়ার কিনে ভারতে ইকমার্স ব্যবসা পাকা করার লক্ষ্যে আম্বানি

ঋদ্ধিমান রায়: ভারতে ইকমার্স সংস্থাগুলির মধ্যে বাজারের দিক থেকে অ্যামাজনের ধারে কাছে নেই বাকিরা। এবার অ্যামাজনকে চাপের মুখে ফেলে দিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অনলাইন ওষুধসংক্রান্ত সংস্থা নেটমেডস এর ৬০ শতাংশ শেয়ার…

Avatar

ঋদ্ধিমান রায়: ভারতে ইকমার্স সংস্থাগুলির মধ্যে বাজারের দিক থেকে অ্যামাজনের ধারে কাছে নেই বাকিরা। এবার অ্যামাজনকে চাপের মুখে ফেলে দিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অনলাইন ওষুধসংক্রান্ত সংস্থা নেটমেডস এর ৬০ শতাংশ শেয়ার ৬২০ কোটি টাকা দিয়ে কিনে নিলেন মুকেশ আম্বানি। শিশু সুরক্ষা সংক্রান্ত জিনিসপত্র, ডাক্তার ও ডায়গোনস্টিক এর অনলাইন বুকিং করে থাকে নেটমেডস। পুঁজি সংক্রান্ত সমস্যা থাকায় শেয়ার বিক্রির পথ দেখছিল সংস্থাটি।

নেটমেডস এর শেয়ার কেনার মধ্য দিয়ে দেশে ইকমার্স ব্যবসায় সরাসরি প্রবেশ করল রিলায়েন্স। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের পরিচালক ঈশা আম্বানি জানান– নেটমেডস এর শেয়ার যুক্ত করে ইকমার্স প্ল্যাটফর্মে রিলায়েন্স এর ভূমিকা ও গুরুত্ব বৃদ্ধি পেল। এখন থেকে রিলায়েন্স রিটেল ন্যায্য দামে উন্নতমানের স্বাস্থ্য সংক্রান্ত পণ্য সরবরাহ করতে পারবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেটমেডস এর পাশাপাশি ‘মেড লাইফ’, ‘ফার্মইজি’ প্রভৃতি সংস্থাও অনলাইন ফার্মেসি ব্যবসা করে থাকে। কিন্তু ওষুধ রপ্তানিতে লভ্যাংশ কম থাকায় এতদিন এই ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ দেখাতেন না বিনিয়োগকারীরা। কিন্তু মাস চারেক ধরে বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতির মধ্যে অনলাইন ওষুধপত্রের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে ঘুরে দাঁড়াচ্ছে ফার্মেসি সংস্থাগুলি।

উল্লেখ্য, গত সপ্তাহে বেঙ্গালুরুতে অনলাইন ফার্মেসি ব্যবসার পত্তন করেছে অ্যামাজন ইন্ডিয়াও। খুব শীঘ্র গোটা দেশে তাদের পরিষেবা চালু করবে সংস্থাটি। ভারতের ইকমার্স বাজার ধরতে আদা জল খেয়ে নেমেছে রিলায়েন্সও। শোনা যাচ্ছে আম্বানির সংস্থা অনলাইন লঁজারি রিটেল Zivame, অনলাইন দুধ রপ্তানি সংস্থা মিল্কবাস্কেট সহ আরো কয়েকটি ইকমার্স সংস্থার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা চালাচ্ছে।

About Author