জানা গিয়েছে, সমুদ্রে সাইলেন্ট কিলার নামে পরিচিত এই হেলিকপ্টার। জলের নীচে লুকিয়ে থাকা সাবমেরিন হোক বা শত্রুপক্ষের জাহাজ, রোমিওর আক্রমণ থেকে নিস্তার নেই কারও। ৭:২ ব্যারেল গান ছাড়াও অত্যাধুনিক হেলফায়ার এবং ৫৪ টর্পেডো মিসাইল লোড করা যায় এই কপ্টারে। একসঙ্গে তিনটি টার্গেট এনগেজ করার ক্ষমতা রয়েছে। অত্যাধুনিক ককপিট, আটটি সেন্সর এবং আধুনিক ট্র্যাকিং সিস্টেম থাকায় আক্রমণ চালানোর পাশাপাশি শত্রুপক্ষের রাডারকেও ফাঁকি দিতে সিদ্ধহস্ত এই মার্কিন হেলিকপ্টার। সুতরাং, সব মিলিয়ে চিনের সঙ্গে ভারতের নৌবাহিনীর লড়াইয়ের ক্ষেত্রে এই হেলিকপ্টার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশাবাদী ভারতীয় নৌবাহিনী।This #NavyDay, we are proud to share the first look of the #IndianNavy’s #MH60R in all its glory. #RomeoForIndia 🇮🇳#NavyDay2020 pic.twitter.com/vZoOgFq4DH
— Lockheed Martin India (@LMIndiaNews) December 4, 2020
প্রকাশ হয়েছে ভারতের নৌবাহিনীর মোক্ষম অস্ত্র ‘রোমিও’-র ছবি, চাপে পড়ল চিন
নয়াদিল্লি: ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সব সময় সবার থেকে এগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে রাশিয়া। পরবর্তী ক্ষেত্রে ফ্রান্স এবং ইজরায়েলকেও ভারতের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে…

আরও পড়ুন