সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই হার শুধুমাত্র প্রেসিডেন্ট পদ হারানোতেই সীমাবদ্ধ নেই। এই নির্বাচনের ফল তার সাংসারিক জীবনেও বেশ প্রভাব ফেলেছে। এক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হয়তো ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ডিভোর্স হয়ে যাবে। এমনকি একথা স্বীকার করেছে ট্রাম্প ঘনিষ্ঠ রাও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowস্টেফানি ওয়ালকফের হলেন মেলানিয়া ট্রাম্প এর পরামর্শদাতা। তাকে নিয়োগ করেছিল খোদ ট্রাম্প। সেই স্টেফানি দাবি করেছে এখন ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক শেষ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু করে দিয়েছে মেলানিয়া। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে মেলানিয়া। স্টেফানি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই দুজনে হোয়াইট হাউসে তাদের শয়নকক্ষ আলাদা করে নিয়েছে। তাদের মধ্যে আর একটুও ভালোবাসার সম্পর্ক নেই। এখন তাদের দুজনের সম্পর্ক একটি কাঁচের মত ঠুনকো।
এছাড়া ট্রাম্পের পুরনো রাজনৈতিক পরামর্শদাতা ও প্রাক্তন সহযোগী ওমারোসা ম্যানিগল্ট নিউম্যান একই কথা জানিয়েছেন। তিনি ও বলেছেন, এখন শুধুমাত্র ট্রাম্পের হোয়াইট হাউস থেকে বেরোনোর অপেক্ষা। তারপরই মেলানিয়া ট্রাম্পের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে।
প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে যখন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল তখন ট্রাম্প কখনো প্রেসিডেন্ট হবে ভাবতে পারেনি মেলানিয়া। তিনি ভোটে জিতলে আবেগ ধরে না রাখতে পেরে কেঁদে ফেলেছিলেন মেলানিয়া। এর মাঝেও এতদিন দুজনকে হাসিমুখে জনসমক্ষে আসতে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি ভোটের নির্বাচনে ফল এখন সব সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে।