Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনের মধ্যে স্মার্টফোনের দাম বাড়ালো Redmi

লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। ফলে দাম বেড়ে গিয়েছে অনেক প্রয়োজনীয় সামগ্রীর। এবার স্মার্টফোনেও এর প্রভাব পড়লো। জানা গেছে 1 এপ্রিল থেকে স্মার্টফোনের ওপর জিএসটি বেড়ে 12 শতাংশ থেকে বেড়ে হয়েছে…

Avatar

লকডাউনে গৃহবন্দী গোটা দেশ। ফলে দাম বেড়ে গিয়েছে অনেক প্রয়োজনীয় সামগ্রীর। এবার স্মার্টফোনেও এর প্রভাব পড়লো। জানা গেছে 1 এপ্রিল থেকে স্মার্টফোনের ওপর জিএসটি বেড়ে 12 শতাংশ থেকে বেড়ে হয়েছে 18 শতাংশ। ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়েছে স্মার্টফোনের।

একটি টুইটে Xiaomi প্রধান মনু কুমার জৈন জানিয়েছেন, “যে কোনো কোম্পানি হার্ডওয়্যার দ্রব্যে মাত্র 5 শতাংশ লাভ রেখে বিক্রি করে। তাই জিএসটি বাড়ার ফলে দাম বাড়ানো ছাড়া অন্য কোন উপায় ছিল না। বুধবার থেকে Xiaomi, Redmi ও Poco ফোনের দামগুলি বাড়ছে।” যদিও কোন কোন ফোনগুলির দাম বাড়ানো হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে Flipkart এ একাধিক স্মার্টফোনের দাম বৃদ্ধি দেখা যাচ্ছে। যেমন -6GB RAM + 128GB স্টোরেজে Poco X2 এর আগে দাম ছিল 16,999 টাকা। এখন সেই ফোনটির দাম বেড়ে হয়েছে 17,999 টাকা।

এছাড়া 6GB RAM + 64GB স্টোরেজের Redmi K20 ও 6GB RAM + 128GB স্টোরেজের Redmi K20 pro টির দাম আগের চেয়ে 2,000 টাকা বেড়ে গিয়েছে।

About Author