Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারে এসে গেল Redmi 9 স্মার্টফোন, জেনে নিন দাম, বৈশিষ্ট্য

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা শাওমি নিয়ে এলো কম বাজেটের স্মার্টফোন রেডমি 9। ইতিমধ্যেই এটি ইউরোপে লঞ্চ হয়ে গিয়েছে। সম্প্রতি চীনের বাজারে এসেছে এই স্মার্টফোনটি। কার্বন ব্ল্যাক, নিওন ব্লু ও…

Avatar

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা শাওমি নিয়ে এলো কম বাজেটের স্মার্টফোন রেডমি 9। ইতিমধ্যেই এটি ইউরোপে লঞ্চ হয়ে গিয়েছে। সম্প্রতি চীনের বাজারে এসেছে এই স্মার্টফোনটি।

কার্বন ব্ল্যাক, নিওন ব্লু ও লোটাস রুট পাউডার রঙে উপলব্ধ ফোনটির সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জেনে নিন –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ডিসপ্লেঃ 6.53 ইঞ্চি সম্পূর্ণ HD+ LCD ডিসপ্লে।

অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 10।

প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর।

র‍্যামঃ 4 জিবি।

ক্যামেরাঃ 13 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ।

ব্যাটারিঃ 5020 mAh ব্যাটারি।

এছাড়াও, রয়েছে 4G VOLTE, সিঙ্গল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, ওয়ারলেস FM রেডিওর মত ফিচার।

মূল্যঃ 4 জিবি/64 জিবি ফোনটির মূল্য 799 ইউয়ান বা ভারতীয় মুদ্রায় 8,500 টাকা। অন্যদিকে 4জিবি/128 জিবি ফোনটির মূল্য 999 ইউয়ান বা 11,000 টাকা। 6 জিবি র‍্যামের ফোনটির মূল্য 1,199 ইউয়ান বা 13,000 টাকা।

About Author