Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাশিয়াতে দুটি নদীর জল রক্তাভ, বিপদের আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা রুশ প্রেসিডেন্টের

রাশিয়ার উত্তরের নরিলিক্স শহর থেকে নিকেল নামক একটি প্ল্যান্ট থেকে একটি ট্যাঙ্ক লিক করে সেখান থেকে প্রচুর পরিমাণে ডিজেল অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। যার ফলে লালচে বেগুনি রং ধারণ…

Avatar

রাশিয়ার উত্তরের নরিলিক্স শহর থেকে নিকেল নামক একটি প্ল্যান্ট থেকে একটি ট্যাঙ্ক লিক করে সেখান থেকে প্রচুর পরিমাণে ডিজেল অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। যার ফলে লালচে বেগুনি রং ধারণ করে নরিলিক্স শহরের দুটি নদী। কিন্তু বেশ কিছুদিন আগে এমন অবস্থা দেখার পরও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। এরপর রবিবার গভর্নর আলেকজান্ডার উস এই ঘটনাটি রুশ প্রেসিডেন্ট পুতিনের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করেন। এরপরই ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জানা গিয়েছে, নরিলিক্স শহরে নিকেল নামে একটি প্ল্যান্ট রয়েছে যা গোটা বিশ্ব জুড়ে নিকেল ও প্যালাডিয়াম উৎপাদন কেন্দ্র হিসেব বিশেষ পরিচিত। সেখান থেকে একটি জ্বালানির ট্যাঙ্ক ফুটো হয়ে তা থেকে প্রচুর পরিমাণে ডিজেল বের হতে শুরু করে। যা আশেপাশের এলাকায় ছড়িয়ে যায়। এর জেরে নরিলিক্সের দুটি নদীতে তা গিয়ে মেশে এবং নদীর জলের রং লালচে বেগুনি ধারণ করে। তবে কতৃপক্ষের এত দেরিতে সচেতন ও দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডের জন্য রুশ প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রুশ প্রধান ওই সংস্থার প্রধানকে সরাসরি জিজ্ঞেস করেছেন, “দুই দিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে হবে?” এরপর তিনি ওই ঘটনা কিভাবে ঘটল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ট্যাঙ্ক লিক করে যে ডিজেল বেড়িয়েছে তা ইতিমধ্যে ৩৫৯ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। এরফলে সাইবেরিয়ান এলাকায় বিশেষ দল পাঠানো হচ্ছে তদন্তের কাজে। এই ঘটনায় পরিবেশবিদেরা আশঙ্কা প্রকাশ করেছেন।

About Author