Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারে আতঙ্ক সৃষ্টি করেছে 6,000mAh ব্যাটারির এই দুর্ধর্ষ ফোন, ফির্চাস দেখলে অবাক হবেন আপনিও

এই মুহূর্তে যদি আপনি একটি ফুল প্যাক স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে আপনাদের সাথে এমন একটি স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিতে…

Avatar

এই মুহূর্তে যদি আপনি একটি ফুল প্যাক স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা এই নিবন্ধে আপনাদের সাথে এমন একটি স্মার্টফোনের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম। আজ্ঞে হ্যাঁ, দুর্দান্ত ক্যামেরার পাশাপাশি শক্তিশালী প্রসেসর, সাথে অবিশ্বাস্য ব্যাটারি ব্যাকআপ। সমস্ত কিছুই পাবেন বাজারে সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনে। Red Magic কোম্পানির Red Magic 9 গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। যার অত্যাধুনিক বৈশিষ্ট্য ইতিমধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বাজারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

নিবন্ধের শুরুতেই যদি Red Magic 9 স্মার্টফোনের অবিশ্বাস্য ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে আপনি 6.8-ইঞ্চির AMOLED স্ক্রিন দেখতে পাবেন। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। যদি শক্তিশালী এই স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে বলি, তবে গেম খেলার জন্য উপযুক্ত প্রসেসর পাবেন এই স্মার্টফোনে। আজ্ঞে হ্যাঁ, Qualcomm Snapdragon 8 Gen 2 SoC চিপসেট ব্যবহার করা হয়েছে Red Magic 9 হ্যান্ডসেটে। তাছাড়া শক্তিশালী এই স্মার্টফোনে 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ পাবেন গ্রাহকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাজারে আতঙ্ক সৃষ্টি করেছে 6,000mAh ব্যাটারির এই দুর্ধর্ষ ফোন, ফির্চাস দেখলে অবাক হবেন আপনিও

যদি বাজারের সেরা এই স্মার্টফোনের দুর্দান্ত ক্যামেরার কথা বলি, তবে এতে 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেখতে পাবেন আপনারা। এছাড়া সেলফি তোলার জন্য সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানলে অবাক হবেন, Red Magic 9 স্মার্টফোনে 65W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 6,000mAh-এর ব্যাটারি পাবেন গ্রাহকরা। ইন্দোনেশিয়ার বাজারের সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ভারতে প্রায় 81,559 টাকা দাম হতে চলেছে ফোনটির।

About Author