Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লালপরীর সাজে সেজে উঠলেন নুসরত জাহান, ভাইরাল সেই ছবি

কৌশিক পোল্ল্যে: বেশকিছু হল নিখিল ও নুসরতের নতুন সন্তান জন্ম নিয়েছে। জেনে অবাক হলেন কী? অাসুন বিষয়টা একটু খোলসা করা যাক। মোদ্দা কথা, এই দম্পতির স্বপ্নের পোশাক ব্র্যান্ড বাজারে লঞ্চ…

Avatar

কৌশিক পোল্ল্যে: বেশকিছু হল নিখিল ও নুসরতের নতুন সন্তান জন্ম নিয়েছে। জেনে অবাক হলেন কী? অাসুন বিষয়টা একটু খোলসা করা যাক। মোদ্দা কথা, এই দম্পতির স্বপ্নের পোশাক ব্র্যান্ড বাজারে লঞ্চ করে গিয়েছে যার উদ্ধোধনী অনুষ্ঠানটি হয়েছিল বেশ ধুমধাম সহকারে। রাম্পে নুসরতের সঙ্গে পা মেলান টলিউডের নামজাদা অভিনেত্রী ও মডেলরা।

সদ্য গজিয়ে ওঠা এই ব্র্যান্ডের নাম ‘ইয়ুভ’ যা জৈন পরিবারের সন্তানসম। নুসরতের বহুদিনের স্বপ্ন এবার সত্যি হয়ে ধরা দিল। গতবছর লোকসভা ভোটের পরপরই রাজনৈতিক কার্যকলাপে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তারপরই এক সপ্তাহান্তে তার বিয়ে হয়ে যায় কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে। বিয়ের রেশ কাটতে না কাটতেই ‘অসুর’ ছবিটির জন্য ব্যস্ত হয়ে পড়েন তিনি। অবশেষে এই শুভসূচনা সম্পন্ন হল। টলিতারকা থেকে শুরু করে সকলেই তার নতুন পথ চলার নিমিত্তে শুভেচ্ছা জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : প্রেমের মরশুমে অর্জুন-মধুমিতার রোমান্টিক ছবি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এর আগেও নিজের ঘরোয়া ব্র্যান্ড ‘রঙ্গোলি’র বহু পোশাক পরে তা প্রমোট করেছেন তিনি নিজেই। ‘ইয়ুভ’ এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নিজস্ব ব্র্যান্ডের লালরঙা ঝলমলে পোশাকে নিজেকে সাজিয়ে তুললেন নুসরত। পোস্ট করলেন সেই ছবি। প্রেমের সপ্তাহে লাল গোলাপের শুভ্রতা নিয়ে বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন নুসরত, সঙ্গে ‘ইয়ুভইন্ডিয়া’ মেনশন করতে ভুললেন না তিনি। বর্তমানে নুসরত জাহান একজন প্রতিষ্ঠিত টলিউড অভিনেত্রী এবং লোকসভা নির্বাচনে বসিরহাটের সাংসদ হিসেবে নিযুক্ত হয়েছেন।

About Author