Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুবর্ণ সুযোগ! বাংলা থেকে ভারতীয় সেনাবাহিনীতে চলছে নিয়োগ

কলকাতা: বাংলা (Westbengal) থেকে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) নিয়োগ, ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা (কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), পূর্ব মেদিনীপুর (East Midnapure), পশ্চিম মেদিনীপুর (West Midnapure), উত্তর 24 পরগনা (North…

Avatar

কলকাতা: বাংলা (Westbengal) থেকে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) নিয়োগ, ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা (কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), পূর্ব মেদিনীপুর (East Midnapure), পশ্চিম মেদিনীপুর (West Midnapure), উত্তর 24 পরগনা (North 24 Pargana), দক্ষিণ 24 পরগনা (South 24 Pargana), হুগলি (Hoogly), বাঁকুড়া (Bankura), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), মুর্শিদাবাদ (Mursidabad), নদিয়া (Nadia), বীরভূম (Birbhum), পূর্ব বর্ধমান (East Burdwan), পশ্চিম বর্ধমান (West Burdwan), জলপাইগুড়ি (Jalpaiguri), দার্জিলিং (Darjiling), কোচবিহার (Coachbihar), কালিম্পং (Kalimhpong), উত্তর দিনাজপুর (North Dinajpure), দক্ষিণ দিনাজপুরে (South Dinajpure) ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

র‍্যালির মাধ্যমেই কর্মী নিয়োগ ।আগামী ৪ঠা এপ্রিল উড়িষ্যার গোপালপুরে এই র‍্যালির আয়োজন করা হতে চলেছে। একমাত্র পুরুষরাই এই র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। এই র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য http://www.joinindianarmy.nic.in ওয়েবসাইট মারফত আগামী ১৮ই মার্চের মধ্যেই আবেদন করতে হবে। আবেদনকারীরা ২০-২৫শে মার্চের মধ্যেই নিজেদের বৈধ ইমেইল আইডিতে এডমিট কার্ড পেয়ে যাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা যদি অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে ডি-ফার্ম অথবা ৫০ শতাংশ নম্বর সহ বি-ফার্ম কোর্স উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আবেদনের যোগ্য। এক্ষেত্রে প্রার্থীর নাম অবশ্যই স্টেট ফার্মাসি কাউন্সিল অথবা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভূক্ত থাকতে হবে। ১.২০.২০২০ অনুযায়ী প্রত্যেক আবেদনকারীর বয়স ১৯-২৫ বছরের মধ্যে হতে হবে। আরও বিস্তারিত জানার জন্য ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

About Author