Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Recruitment: মাত্র অষ্টম শ্রেণি পাশেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, মিলবে ৪৪ হাজার পর্যন্ত বেতন

বর্তমানে বাজারে প্রতিটি জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে অর্থনৈতিক স্থায়িত্ব থাকা জরুরি। প্রতিটি মানুষই চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চাকরি।…

Avatar

By

বর্তমানে বাজারে প্রতিটি জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে অর্থনৈতিক স্থায়িত্ব থাকা জরুরি। প্রতিটি মানুষই চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে চাকরি। সরকারি বেসরকারি নির্বিশেষে চাকরির চাহিদা এখন তুঙ্গে। কিন্তু দুর্ভাগ্যবশত দেশের বহু শিক্ষিত যুবক যুবতীই এখনো কর্মহীন হয়ে বসে রয়েছে। এবার তাদের জন্য রইল এক দারুণ সুখবর। মাত্র অষ্টম শ্রেণি পাশেই রাজ্য কো অপারেটিভ ব্যাঙ্কে চলছে কর্মী নিয়োগ (Co Operative Bank Recruitment)। কারা আবেদন করতে পারবেন, কীভাবেই বা আবেদন করবেন সমস্ত তথ্য বিস্তারিত ভাবে উল্লেখ রইল এই প্রতিবেদনে।

দেশের বেকার সমস্যা বাড়তে থাকায় বহু যুবক যুবতী শিক্ষিত হয়েও বেকার অবস্থায় বসে রয়েছেন বাড়িতে। তাদের মুখে নির্ঘাত হাসি ফোটাবে এই খবর। রাজ্য কো অপারেটিভ ব্যাঙ্কে চলছে কর্মী নিয়োগ প্রক্রিয়া। মাত্র অষ্টম শ্রেণি পাশের যোগ্যতাতেই নেওয়া হচ্ছে কর্মী। অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য চলছে নিয়োগ প্রক্রিয়া। মোট শূন্য পদের সংখ্যা ১২৫ টি। যে কোনো ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারেন সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ করতে হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি আইন অনুযায়ী বয়সে ছাড় পাবেন। মাসে ১৬,৫০০ টাকা থেকে শুরু করে ৪৪,০৫০ টাকা পর্যন্ত বেতন পাবেন কর্মীরা। কীভাবে করবেন আবেদন?

অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে প্রার্থীদের। রেজিস্ট্রেশনের পর সমস্ত জরুরি তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে। ১৫ মে ২০২৪ এর আবেদন করার শেষ তারিখ।

About Author