Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাম্পার নিয়োগ হবে SSC GD কনস্টেবলে, জেনে নিন কবে থাকতে ফর্ম পূরণ করবেন

দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। তবে আজকের এই প্রতিবেদন তাদের মুশকিল আসান হবে। চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। বছরের শেষের দিকে এবার…

Avatar

দেশজুড়ে এখন চাকরির অভাব। অনেক শিক্ষিত যুবক চাকরির অভাবের কারণে বেকার বসে রয়েছেন। তবে আজকের এই প্রতিবেদন তাদের মুশকিল আসান হবে। চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বড় সুখবর। বছরের শেষের দিকে এবার এসএসসি জিডি কনস্টেবলের নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই জিডি কনস্টেবল নিয়োগের মাধ্যমে BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF এবং আসাম রাইফেলসের রাইফ্যালম্যান কনস্টেবল নিযুক্ত হবে। আশা করা যাচ্ছে যে হাজার হাজার পদে নিয়োগ হতে চলেছে।

এই এসএসসি জিডি কনস্টেবলের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ২৪ নভেম্বর ২০২৩ এ প্রকাশ করা হবে। এতে আবেদন করা যাবে ২৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই পরীক্ষা হবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে। এর আগে অর্থাৎ ২০২২ সালে এই পরীক্ষা নিয়ে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ হয়েছিল। তাই আশা করা যাচ্ছে চলতি বছরেও অনেক শূন্যপদে নিয়োগ হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পরীক্ষা ১৩ টি ভাষায় পরিচালিত হবে। তাই সকলেই নিজের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষার তিনটি ভাগ থাকবে। প্রথমটি হল কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা। এরপর শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক পরিমাপ পরীক্ষা (PST) হবে। লিখিত পরীক্ষায় জেনারেল রেসনিং, অঙ্ক, ইংরেজি বা হিন্দি, জেনারেল নলেজ থাকবে। ১০ ম পাস করলে এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। আর আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। সর্বোচ্চ বয়সসীমায় ওবিসিদের ৩ বছর ও SC বা ST দের ৫ বছর অতিরিক্ত থাকবে।

About Author