Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের বাজারে আসছে realme এর সবচেয়ে সস্তা ফাইভ-জি ফোন, দেখে নিন সমস্ত ফিচার

২০২৩ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই তালিকায় সবথেকে বড় এবং সবথেকে নতুন সংযোজন হলো realme কোম্পানির C67 ফাইভ জি ডিভাইস। আগামী ১৪…

Avatar

২০২৩ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই তালিকায় সবথেকে বড় এবং সবথেকে নতুন সংযোজন হলো realme কোম্পানির C67 ফাইভ জি ডিভাইস। আগামী ১৪ ই ডিসেম্বর ভারতীয় সময় দুপুর বারোটায় এই স্মার্টফোন লঞ্চ হতে চলেছে এবং এটি হতে চলেছে ভারতের সবথেকে সস্তা বাজেট মডেলের স্মার্টফোন। একেবারে বেসিক স্মার্টফোন হলেও এই স্মার্টফোনে কিন্তু আপনারা ভালো ভালো ফিচার পেয়ে যাবেন। এতটা সাধ্যের মধ্যে এরকম ফিচার পাওয়া সমস্ত ফোনে কিন্তু সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, এটাই হতে চলেছে realme কোম্পানির সি সিরিজের প্রথম ফাইভ জি স্মার্টফোন।

ইতিমধ্যেই এই স্মার্টফোনের প্রথম লুক প্রকাশ্যে এসে গিয়েছে। স্মার্ট ফোন একটি গোলাকার রিয়ার ক্যামেরা মোডিউল থাকতে চলেছে। এখানে আপনারা দুটি ক্যামেরা ইউনিট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আয়তাকার এলইডি ফ্ল্যাশ দেখতে পাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ ৫০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকতে চলেছে এই ক্যামেরা সেটাপের মধ্যে। এছাড়াও realme ভারতে এই ফাইভ জি ফোন নিয়ে আসবে একেবারেই কম দামে। এই ফোনের ডান দিকের সাইডে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। বলতে গেলে, ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনের দাম হতে পারে। তবে এখনো পর্যন্ত এই স্মার্টফোনের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। সবুজের পাশাপাশি বেগুনি রঙ্গেও আপনারা এই স্মার্টফোন দেখতে পেতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যান্য ফিচার এর মধ্যে অন্যতম হলো এই স্মার্টফোনের ডিসপ্লে। দুর্দান্ত ডিসপ্লে এবং ভালো কালার গেমোট সহ এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ হতে চলেছে। ডিসেম্বর মাসে আরও বেশ কয়েকটি স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হবে, তার মধ্যে অন্যতম হলো আইকু কোম্পানির ১২ সিরিজের ফাইভ জি ফোন। স্মার্ট ফোন যদিও একটি প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে। স্মার্টফোনে আপনারা কোয়ালকমের লেটেস্ট snapdragon ৮ জেন ৩ চিপসেট দেখতে পেতে পারেন। এছাড়াও ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ওয়ান প্লাস কোম্পানির ১২ সিরিজের স্মার্ট ফোনগুলি। ১২ ডিসেম্বর, ভারতের বাজারে এই সমস্ত স্মার্ট ফোন একসাথে হতে চলেছে লঞ্চ।

About Author