Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আসতে চলেছে Realme X7 Max, ভারতে ফোনটির দাম কত?

অনেক দিনের অপেক্ষার হতে চলেছে অবসান। ৩১ এ মে দেশে লঞ্চ হতে চলেছে Realme X7 Max স্মার্টফোন। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। করোনার ২য় ঢেউ আছড়ে পড়ার…

Avatar

By

অনেক দিনের অপেক্ষার হতে চলেছে অবসান। ৩১ এ মে দেশে লঞ্চ হতে চলেছে Realme X7 Max স্মার্টফোন। সম্প্রতি এমন ঘোষণা করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। করোনার ২য় ঢেউ আছড়ে পড়ার কারণেই পিছিয়ে গিয়েছিল এই ফোনের লঞ্চিং। তবে এইবার বহু অপেক্ষার পর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করা হবে। বলা বাহুল্য, কেবল স্মার্টফোন নয়, সাথে লঞ্চ হতে চলেছে নতুন smart TV ও।

এই মাসের ৪ মে স্মার্ট টিভি এবং স্মার্টফোনটিকে লঞ্চ করবে এমনটাই জানানো হয়েছিল কোম্পানির পক্ষ থেকে। তবে এইবার Realme CEO এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ফোনটিকে কোম্পানি দেশে লঞ্চ করবে ৩১ এ মে। সাথে লঞ্চ হতে চলেছে Realme Smart TV ও। চলুন জানা যাক এই স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে,
Realme X7 Max এর ভারতে দাম

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Realme X7 Max ফোনটির দেশে দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। তবে এই দামটি ফোনটির ৮ জিবি+১২৮ জিবি বিকল্পটির জন্য। অন্যদিকে গ্রাহক ১২ জিবি+২৫৬ জিবি বিকল্পটিকে কিনবেন বলে ভাবলে তাকে দিতে হবে ৩০,৯৯৯ টাকা। অনুমান করা হচ্ছে যে গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন Realme.com এবং জনপ্রিয় ই কমার্স সাইট Flipkart থেকে।

স্পেসিফিকেশন

Realme 7 Max এ দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে দেওয়া হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প। এই স্মার্টফোনে কি প্রসেসর দেওয়া হবে তা সম্পর্কে কোনও তথ্যই দেওয়া হয়নি। অন্যদিকে এই স্মার্টফোনে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৬৪ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে ১৬ mp সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদান করার জন্য এই স্মার্টফোনে দেওয়া হতে চলেছে ৪৫০০ mAh এর ব্যাটারি, সাথে থাকতে চলেছে ৫০ W এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।

About Author