টেক বার্তা

রিয়েলমি লঞ্চ করল ৯,০০০ টাকার থেকেও কম দামে সব থেকে পাতলা স্মার্টফোন, দেখুন স্পেসিফিকেশন

এই স্মার্টফোনে আপনাদের জন্য দেওয়া হচ্ছে মাঝারি পাওয়ার এর প্রসেসর এবং ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি

Advertisement
Advertisement

ভারতের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি সম্প্রতি ভারতীয় নাগরিকদের জন্য লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন। এই স্মার্টফোনটিকে ৯,০০০ টাকার কম দামে বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন হিসেবে জানাচ্ছে রিয়েল মি। এই সপ্তাহেই এই নতুন স্মার্টফোন রিয়েল মি সি ৩১ লঞ্চ করে দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া মুদ্রার নিরিখে এই স্মার্টফোনের দাম ভারতের বাজারে মোটামুটি সাড়ে আট হাজার টাকার কাছাকাছি রাখা হয়েছে। আজ এই কোম্পানির ভারতীয় উইং জানিয়ে দিয়েছে, চলতি বছরের ৩১ মার্চ রিয়েলমির এই নতুন স্মার্টফোন লন্চ করছে। ভারতে যদিও ইতিমধ্যেই এই স্মার্টফোন লন্চ হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement

রিয়েল মি কোম্পানির ভারতীয় শাখার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই Realme C31 স্মার্টফোনের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছে। এই স্মার্টফোনে আপনাদের জন্য থাকছে আল্ট্রা সেভিং মোড এবং ৫,০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারি। এছাড়াও ১৩ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট থাকছে। সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো, এত কম দামের ফোন হলেও এই স্মার্টফোনে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হচ্ছে। এই ডিভাইসের সামনে ওয়াটার ড্রপ নচ থাকবে। এছাড়াও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনে। এই স্মার্টফোনে আপনাদের জন্য মাইক্রোফোন এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হচ্ছে। তবে এই ডিভাইসের সব থেকে বড় ইউএসপি হল এর পাতলা ডিজাইন। জানানো হয়েছে এই স্মার্টফোনটি মাত্র ৮.৪ মিলিমিটার স্লিম, যা এই রেঞ্জের নিরিখে বেশ কম।

Advertisement

ভারতে এই নতুন স্মার্টফোনে ৬.৫ ইঞ্চি এলসিডি প্যানেল দেওয়া হচ্ছে। এই প্যানেলের রেজোলিউশন হবে এইচডি প্লাস। এই প্যানেলের সঙ্গে আপনারা পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ১৩ মেগা পিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা। এছাড়াও ২ মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগা পিক্সেলের ডেপ্থ ক্যামেরা থাকছে এই স্মার্টফোনের সঙ্গে। স্মার্টফোনে আপনাদের জন্যই ইউনিএসওসি টি৬১২ প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাটারিটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট রয়েছে এবং তার সাথেই রয়েছে রিয়েলমি ইউ আই সাপোর্ট।

Advertisement
Advertisement

অতিরিক্ত স্টোরেজের জন্য দেওয়া হয়েছে মাইক্রো-এসডি কার্ডের স্লট। এমনিতে এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৩ অথবা ৪ জিবি RAM অপশনে। এছাড়াও থাকছে ৩২ অথবা ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। যারা একেবারে এন্ট্রি লেভেল স্মার্ট ফোন ব্যবহার করতে চান এবং শুধুমাত্র কিছু বেসিক কাজ করার জন্য আপনার স্মার্টফোন প্রয়োজন হয় তাহলে Realme C31 আপনার প্রথম পছন্দ হতেই পারে।

Advertisement

Related Articles

Back to top button