একের পর এক C সিরিজের ফন লঞ্চের পরে এইবার Realme রাদের প্রধান সিরিজ এর দিকে আবার নজর দিয়েছে। সম্প্রতি জানা গিয়েছে কোম্পানি Realme 6 এর পরবর্তি মডেল অর্থাৎ Realme 7 এবং 7 pro লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে যে এই ফোন দুটি ৩ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। চলুন জানা যাক কোম্পানির এই দুতি ফোনের সম্পর্কে,
Realme 7 এর স্পেসিফিকেশন
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowRealme 7 স্মার্টফোনটিতে দেওয়া হতে পারে মিডিয়াটেক হিলিও G95 প্রসেসর। জানা গিয়েছে যে Realme 7 এ দেওয়া হতে পারে ৬.৫ ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে। রিপোর্ট অনুসারে ফোনটিতে ৫০০০ mAh এর ব্যটারি থাকতে চলেছে যার সাথে থাকবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং।
Realme 7 Pro এর স্পেসিফিকেশন
Realme 7 Por স্মার্টফোনটিতে দেওয়া হতে পারে Snapdragon 720G অথবা Snapdragon 765G প্রসেসর। রিপোর্ট অনুসারে ফোনটিতে ৫০০০ mAh এর ব্যটারি থাকতে চলেছে যার সাথে থাকবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং। যা ফোনটি ফুল চার্জ হতে সময় লাগবে ১৫ মিনিট। ফোনটির দাম ২০ হাজার টাকার আশেপাশে হতে চলেছে।