Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী সপ্তাহে লঞ্চ হবে Realme 12 Pro এবং Realme 12 Pro Plus, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা…

Avatar

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Realme। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। এছাড়াও তাদের প্রিমিয়াম ফোনগুলো টেক্কা দিচ্ছে আইফোনকেও। এবার মিড রেঞ্জে রাজ করতে আসছে এই কোম্পানি। Redmi কোম্পানির জনপ্রিয় ফোনকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে শীঘ্রই লঞ্চ হবে Realme 12 Pro ও Realme 12 Pro Plus। এর কিছু স্পেসিফিকেশন লঞ্চের আগেই লিক হয়ে গেছে। এর দাম কত বা কবে থাকতে পাওয়া যাবে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

লিক অনুসারে, Realme 12 Pro Plus ফোনে ৬.৭ ইঞ্চি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে না ১২০hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লক থাকবে। এতে Qualcomm Snapdragon 7s Gen2 চিপসেট ব্যবহার করা হতে পারে। ক্যামেরার কথা বললে, এতে ১২০x জুম সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে। পেরিস্কোপ লেন্স ও অপটিক্যাল ইমেজ স্টেবেল থাকবে এই ফোনে। অন্যদিকে Realme 12 Pro ভ্যারিয়েন্ট দুটি কালার অপশনে আসবে। একটি নেভিগেশন বেইজ ও সাবমেরিন ব্লু।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Realme এর এই দুটি স্মার্টফোন ২৯ জানুয়ারি ১২ টায় ফ্লিপকার্ট এ লঞ্চ হবে। লিক অনুসারে, Realme 12 Pro ভারতে ২০ হাজার টাকার নিচে পাওয়া যাবে। আর Realme 12 Pro Plus ফোনের দাম ২৫ হাজার টাকার বেশি হবে। এই ফোন লঞ্চ হলে দামের ওপর ব্যাঙ্ক অফার ঘোষণা হবে।

About Author