Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এতো হালকা যে একহাতে সহজে ব্যবহার করতে পারবেন, ছবি তোলার জন্য রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা

রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে। এই সিরিজের দুটি স্মার্টফোন রয়েছে। Realme 10 Pro সিরিজের ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ Realme 10 Pro Plus 5G আকর্ষণীয় ফিচার নিয়ে আসে। এই ফোনে…

Avatar

রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করেছে। এই সিরিজের দুটি স্মার্টফোন রয়েছে। Realme 10 Pro সিরিজের ফ্ল্যাগশিপ মডেল অর্থাৎ Realme 10 Pro Plus 5G আকর্ষণীয় ফিচার নিয়ে আসে। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ১২০ হার্জ রিফ্রেশ, রেট অ্যামোলেড স্ক্রিন এবং ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। এই সব ফিচারের সাথে এই হ্যান্ডসেটটি একটি দুর্দান্ত মিড রেঞ্জ স্মার্টফোন হয়ে উঠেছে।

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি-তে নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। তবে এই ডিজাইন যে বাজারে এই প্রথম এমনটা বলা যাচ্ছে না। এই ফোনে আপনি তিনটি রঙের অপশন পাবেন। ফোনের ডান দিকে আপনি ভলিউম বাটন এবং পাওয়ার বাটন পাবেন। বাম দিকে কোনও বিকল্প দেওয়া হয়নি। ফোনের নীচে স্পিকার গ্রিল, চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Realme 10 pro plus 5g

হ্যান্ডসেটটি গড় আকারের হলেও এর ওজন বেশ হালকা। অন্য যেকোনো হ্যান্ডসেটের চেয়ে অনেক হালকা Realme 10 Pro Plus 5G। আপনি এটি এক হাত দিয়েও ব্যবহার করতে পারবেন খুব সহজে। ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি স্ক্রিন, যা ৯৫০ নিটের পিক ব্রাইটনেসের সাথে আসে।

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি-তে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ ৫জি প্রসেসর। এতে আপনি ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন পাবেন। ফোনটি LPDDR4X RAM এর সাথে আসে। এছাড়াও পাবেন ইউএফএস ২.২ স্টোরেজ।

ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকলেও রিয়ার সাইডে মাত্র দুটি ক্যামেরা হোল দেখতে পাবেন। ফোনটির মূল লেন্স ১০৮ মেগাপিক্সেলের। এ ছাড়া থাকছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ম্যাক্রো লেন্স। ফোনের মেইন লেন্স কম আলো এবং ডে লাইট উভয় পরিস্থিতিতেই চমৎকার ছবি দেয়। ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জ দিলে আপনি এই হ্যান্ডসেটটি সারাদিন ব্যবহার করতে পারবেন।

About Author