ভাইরাল & ভিডিও

বাস্তবের নায়ক! পুরস্কারের অর্ধেক টাকা শিশুটির শিক্ষার জন্য দিতে চায় ময়ূর

ট্রেন দুর্ঘটনা থেকে দেবদূতের মতো শিশুকে বাঁচানো ওই রেলকর্মী তার পুরস্কারের অর্ধেক অর্থ ওই শিশুটির পরিবারের হাতে তুলে দেবে

Advertisement
Advertisement

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে রিয়েল লাইফ হিরো রেলকর্মী ময়ূর শেলখে তার কাজের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে গেছেন। আসলে কিছুদিন আগে মুম্বাইয়ের বাঙ্গনি রেলস্টেশনে মায়ের হাত ছাড়িয়ে হঠাৎই রেললাইনে পড়ে গিয়েছিল এক শিশু। আর তখনই উল্টোদিক থেকে স্টেশনে দ্রুতগতিতে দিয়ে আসছিল একটি যাত্রীবাহী ট্রেন। এই অবস্থায় আতঙ্কে দিশেহারা হয়ে শিশুটির মা প্ল্যাটফর্ম থেকে হাত বাড়ালেও সন্তানের কাছে পৌঁছাতে পারেনি। তখনই দেবদূতের মত উদয় হয়েছিল এই রিয়েল লাইফ হিরো ময়ূর শেলফের। সে নিজের প্রাণের পরোয়া না করে রেললাইনে ঝাঁপিয়ে পড়ে ট্রেন আসার ঠিক আগের মুহূর্তে শিশুটিকে প্লাটফর্মে তুলে দেয় এবং নিজেও উঠে আসে। এই ভিডিও স্টেশনের সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়।

Advertisement
Advertisement

সিসিটিভিতে রেকর্ড করা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই সবাই ওই রেলকর্মীর মানবিকতাবোধ এবং দয়ালু মনোভাবের প্রচুর তারিফ করে। অনেকেই জানিয়েছে যে এই ভিডিও যেন কোন সিনেমার শুটিং। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই রেলকর্মী শিশুটির প্রাণ বাঁচিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যেতেই এক রাতের মধ্যে ভারতের রিয়েল হিরো হয়ে ওঠেন এই ময়ূর শেলখে। তাকে ভারতীয় রেলের তরফ থেকে ১৭ এপ্রিল তার সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

Advertisement

Advertisement
Advertisement

তবে সম্প্রতি জানা যাচ্ছে ময়ূর শেলখে যেই ৫০ হাজার টাকা তার সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন তার থেকে অর্ধেক টাকা অর্থাৎ ২৫ হাজার টাকা সে ওই শিশুটির পরিবারের হাতে তুলে দেবে। তিনি নিজে বলেছেন, “আমি আমার সাহসিকতার জন্য যে পুরস্কার পেয়েছি তার অর্ধেক আমি ওই শিশুটির শিক্ষা ও পরবর্তী জীবনে এগিয়ে চলার জন্য দিয়ে দেব। আমি জানতে পেরেছি যে ওই শিশুটির পরিবার অর্থনৈতিক দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই। এছাড়াও ওই শিশুটির মা অন্ধ হওয়ায় তারা বেশ দারিদ্রতার সাথে কষ্ট করে জীবন কাটাচ্ছে। আমি খুব শীঘ্রই টাকা পেলেই তার অর্ধেক অর্থ ও শিশুটির পরিবারের হাতে তুলে দেব।”

Advertisement

Related Articles

Back to top button