Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Hrithik Roshan: হৃত্বিক রোশনের জীবনে নতুন প্রেম, জেনে নিন প্রেমিকার আসল পরিচয়

বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি দর্শকদের মন জয় করে রেখেছেন। রাকেশ রোশনের পুত্র তিনি। মানুষের মাঝে তার জনপ্রিয়তা নজরকাড়া। শুরুর দিন থেকে দর্শকদের…

Avatar

বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি দর্শকদের মন জয় করে রেখেছেন। রাকেশ রোশনের পুত্র তিনি। মানুষের মাঝে তার জনপ্রিয়তা নজরকাড়া। শুরুর দিন থেকে দর্শকদের নজর নিজের দিকে নিজের প্রতি রেখেছেন অভিনেতা। অনেকসময় তার সাথে নাম জড়িয়েছে বলিউডের একাধিক ডিভাদের। ২০০০ সালে সঞ্জয় খানের মেয়ে সুজান খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। পরবর্তীকালে ২০১৪’তে একে অপরের থেকে বিবাহবিচ্ছেদ নিয়ে নেন তারা। তবে নিজেদের সন্তানের প্রতি দায়িত্বের ত্রুটি রাখেন না অভিনেতা। তবে সম্প্রতি জানা গিয়েছে অভিনেতার জীবনে এসেছে নতুন প্রেম। তিনি ইন্ডাস্ট্রিরই একজন। জেনে নিন তিনি কে!

Hrithik Roshan: হৃত্বিক রোশনের জীবনে নতুন প্রেম, জেনে নিন প্রেমিকার আসল পরিচয়

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি হৃত্বিক রোশনের সাথে নাম জড়িয়েছে সাবা আজাদের। তিনি ২০০৮’এ ‘দিল কাবাডি’ ছবির মাধ্যমে পা রেখেছিলেন বলিউডে। ২০১১’তে ‘মুঝসে ফ্রেন্ডশিপ কারোগে’ ছবিতে দেখা মিলেছিল তার। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ২০২১’এ ‘ফিলস লাইক ইশক’ নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি নেটফ্লিক্সে গেলে দেখা যাবে। এই মুহূর্তে অভিনেত্রী সনি লাইভের ‘রকেট বয়েজ’ ওয়েব সিরিজে কাজ করছেন।

Hrithik Roshan: হৃত্বিক রোশনের জীবনে নতুন প্রেম, জেনে নিন প্রেমিকার আসল পরিচয়

একজন ভালো অভিনেত্রী হিসেবে তিনি একজন সঙ্গীতশিল্পীও বটে। নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকের পুত্র ইমাদ শাহের সাথে একটি ইলেকট্রনিক মিউজিকের ব্যান্ড চালান তিনি। গত কয়েকবছর ধরে তারা একসাথে সঙ্গীত রচনা করেছেন। হৃত্বিক রোশনের সাথে নাম জড়ানোর আগে ইমাদ শাহের সাথেই প্রেমের সম্পর্কে ছিলেন সাবা। এছাড়াও তিনি একাধিক ম্যাগাজিনের জন্য মডেলিং করে থাকেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই, তা স্পষ্ট হবে। সেখানে তার ফলোয়ার্স সংখ্যাও নেহাত কম নয়।

Hrithik Roshan: হৃত্বিক রোশনের জীবনে নতুন প্রেম, জেনে নিন প্রেমিকার আসল পরিচয়

বর্তমানে জানাগেছে হৃত্বিক ও সাবা একে অপরের সাথে চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারা রেস্তোরাঁ থেকে তাদের দুজনকে একসাথে হাত ধরে বের হতে দেখা গিয়েছে। তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে মিডিয়াতে। তবে অভিনেতা নিজের ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন। নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কেউই মুখ খোলেননি। প্রকাশ্যে আনেননি কোনো ছবিও। তবে বলাই বাহুল্য, এই মুহূর্তে সাবা ও হৃত্বিককে নিয়ে চর্চা তুঙ্গে।

About Author