Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তির্যক চোখ এবং ঝুলন্ত ঝাঁকুনি দিয়ে মানুষকে পাগল করলেন আরসি উপাধ্যায় (VIDEO)

এক ঝাঁক দর্শক, মাঝখানে নৃত্যশিল্পীর দেদার নাচ। চারিদিক থেকে আসা হাতে তালি, সিটি, উন্মাদনা যেকোনো শোয়ের প্রাণ ফিরিয়ে দিতে পারে। বিশেষ করে আপনি যদি হরিয়ানভি মিউজিক ও নাচের ফ্যান হয়ে…

Avatar

এক ঝাঁক দর্শক, মাঝখানে নৃত্যশিল্পীর দেদার নাচ। চারিদিক থেকে আসা হাতে তালি, সিটি, উন্মাদনা যেকোনো শোয়ের প্রাণ ফিরিয়ে দিতে পারে। বিশেষ করে আপনি যদি হরিয়ানভি মিউজিক ও নাচের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাকে একবারের জন্য হলেও হরিয়ানভি নৃত্যশিল্পী আরসি উপাধ্যায়ের (RC Upadhyay) গরমাগরম পারফরম্যান্স দেখতেই হবে।

হরিয়ানভি শিল্পীদের মধ্যে স্বপ্না চৌধুরী একটি জনপ্রিয় নাম। দর্শকমহলের অধিকাংশ মানুষ স্বপ্না চৌধুরীকে চেনেন, তার নাচ ও কাজের সঙ্গে অনেকেই পরিচিত। স্বপ্না যখন নাচতে ওঠেন স্টেজে কিংবা ক্যামেরার সামনে তখন তার শরীর বলে দেয় যে তিনি কতটা ফিট ও নাচে পারদর্শী। এই আরসি উপাধ্যায় নিজেও যথেষ্ট জনপ্রিয় এবং গুণী। তার স্টেজ পারফরম্যান্স এতটাই শক্তিশালী যে যখনই তার ডাক আসে দর্শকদের এমনিতেই ঘাম ঝড়তে শুরু করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে, স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) পাশাপাশি আরসি উপাধ্যায় একজন সফল ও জনপ্রিয় নৃত্যশিল্পী। সম্প্রতি তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তার পরনে ছিল একটি সালোয়ার শ্যুট ও হালকা মেক আপ। শিল্পীর ধামাকাদার পারফরম্যান্স ঝড় তুলেছে স্টেজে, হয়তো আপনার মনেও আরসি সুনামি আনতে পারে।

ভিডিওত দেখা যাচ্ছে যে আরসি উপাধ্যায় একটি পাঞ্জাবি লুকের সালোয়ার পড়েছেন এবং কোমর দুলিয়ে চূড়ান্ত নাচ করেন। শিল্পীর কোমর দোলানো এর নাচের স্টেপ দেখলে আপনি চুপ করে বসে থাকতে পারবেন না। বিশেষত, তার মুখের অসাধারণ এক্সপ্রেশন আপনার চোখের ঘুম উড়িয়ে দেবে। তাই একবার হলেও আরসি উপাধ্যায়ের পারফরম্যান্স দেখতে হবে।

About Author