Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PhonePe এবং Google Pay কি বন্ধ হয়ে যাবে? রেজার পে, ক্যাশফ্রির মতো নতুন পেমেন্ট নিয়ে এল RBI

আজকের ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষ গুগল পে এবং ফোনপে ব্যবহার করে থাকে। যার কারণে এই কোম্পানিদুটি এখন ভারতের সবথেকে বড়9 upi কোম্পানি। কিন্তু এখন এই দুটি কোম্পানির জন্য বিপদ হতে…

Avatar

আজকের ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষ গুগল পে এবং ফোনপে ব্যবহার করে থাকে। যার কারণে এই কোম্পানিদুটি এখন ভারতের সবথেকে বড়9 upi কোম্পানি। কিন্তু এখন এই দুটি কোম্পানির জন্য বিপদ হতে পারে কারণ আরবিআই (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) রেজারপে এবং ক্যাশফ্রিকে ছাড় দিয়েছে। আরবিআই এবারে এই দুই কোম্পানির পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স বাতিল করার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে।

এবারে, এই কোম্পানিগুলো অনলাইন পেমেন্টের জন্য ব্যবসায়ীদের সাথে টাইআপ করতে পারবে। অর্থাৎ এখন দোকানে এই কোম্পানিগুলোর QR কোড আপনাকে নজরে আসবে। যা আগে এমন ছিল না। এই সিদ্ধান্ত আরবিআই প্রায় ১ বছর পর নিয়েছে। এর ফলে অন্যান্য কোম্পানিগুলোর চাপ অবশ্যই বাড়তে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এতদিন পর্যন্ত আরবিআই নতুন ব্যবসায়ীদের এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার অনুমতি দেওয়া থেকে বিরত ছিল। কিন্তু এখন অবশেষে এই অনুমতিও দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রেজারপে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও শেয়ার করেছে। এতে কোম্পানিটি জানিয়েছে যে তাদেরও পেমেন্ট এগ্রিগেটর হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এটা এই কোম্পানির জন্য বেশ ইতিবাচক একটা সুখবর।

PA লাইসেন্স পাওয়ার পর এখন এই কোম্পানিগুলো যেকোনো মোড ব্যবহার করে পেমেন্ট অর্জন করতে পারবে। অর্থাৎ এই কোম্পানিগুলো নেটব্যাঙ্কিং, ইউপিআই বা ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবে। অন্যদিকে ব্যবসায়ীদের এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে নিজের পেমেন্ট সিস্টেম তৈরি করারও কোনো প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত দুটি কোম্পানিকে বড় স্বস্তি দিতে পারে।

About Author