Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো রঙের পোশাকে উন্মুক্ত ক্লিভেজ, 49 বছর বয়সে পাতলা শরীর দেখালেন অভিনেত্রী Raveena Tandon

রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon) ওটিটির মাধ্যমে আবারও কামব্যাক করেছেন অভিনয়ে। নেটফ্লিক্সের ওয়েব সিরিজের মাধ্যমে কামব্যাক করেছিলেন রবীনা। খুব শীঘ্রই স্ট্রিম হতে চলেছে ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’। ইতিমধ্যেই…

Avatar

রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon) ওটিটির মাধ্যমে আবারও কামব্যাক করেছেন অভিনয়ে। নেটফ্লিক্সের ওয়েব সিরিজের মাধ্যমে কামব্যাক করেছিলেন রবীনা। খুব শীঘ্রই স্ট্রিম হতে চলেছে ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ওয়েব সিরিজের অফিশিয়াল ট্রেলার। সম্প্রতি ‘কর্মা কলিং’-এর প্রেস কনফারেন্সে সকলকে অবাক করে দিয়ে প্রবেশ ঘটেছে রবীনার।

এদিন তাঁর পরনে ছিল কালো রঙের গাউন। গাউনটি ফুলস্লিভ। গাউনের উপরে কাঁধের অংশে রয়েছে দুটি কালো টেলার। গাউনের প্লাঞ্জিং নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে রবীনার ক্লিভেজ সহ স্তনের কিছুটা অংশ। নেটের তৈরি গাউনটি সিকুইনড। গাউনের কোমরের অংশে রয়েছে কাট আউট ডিজাইন।এই গাউনের নিচের অংশ কিছুটা বডিকন। বাকি অংশ নেমে গিয়েছে ফ্লেয়ারড হয়ে। গাউনের ডিজাইন সত্যিই অভিনব। এই গাউনের সাথে রবীনার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে নায়িকার স্মোকি আই। ঠোঁট রাঙানো উজ্জ্বল লাল রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি হাইলাইটারের ব্যবহার। চুলে বাঁধা রয়েছে বান। কয়েকটি ফ্রিঞ্জ ছড়িয়ে রয়েছে মুখের আশে-পাশে। দুই কানে রয়েছে স্টোনের তৈরি স্টাড। ডান হাতের আঙুলে রয়েছে সাদা রঙের স্টোন স্টাডেড আংটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রবীনা মঞ্চে আসতেই আতসবাজির রোশনাই শুরু হয়। আগামী 26 শে জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হতে চলেছে ‘কর্মা কলিং’। এই ওয়েব সিরিজে রবীনার চরিত্রের নাম ইন্দ্রাণী কোঠারি। আলিবাগের হাই সোসাইটির মহিলা তিনি। কিন্তু তাঁর পুত্রের সাথে দেখা হয় এক রহস্যময়ী মহিলার। এরপরেই ইন্দ্রাণীর জীবনে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা যার উপর থেকে পর্দা উঠতে চলেছে প্রজাতন্ত্র দিবসে।

About Author