Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিরিয়ডের সময় অক্ষয় কুমারের সাথে এই কাজ করতে হয়েছিল রাভিনা ট্যান্ডনকে, ফাঁস করলেন অভিনেত্রী

1994 সালের পয়লা জুলাই রিলিজ করেছিল অক্ষয় কুমার (Akshay Kumar) ও রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon) অভিনীত ফিল্ম ‘মোহরা’। এই ফিল্ম বলিউডে রীতিমত আলোড়ন তৈরি করেছিল। ‘মোহরা'-য় নায়ক-নায়িকা ছাড়াও কাহিনীর মূল…

Avatar

1994 সালের পয়লা জুলাই রিলিজ করেছিল অক্ষয় কুমার (Akshay Kumar) ও রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon) অভিনীত ফিল্ম ‘মোহরা’। এই ফিল্ম বলিউডে রীতিমত আলোড়ন তৈরি করেছিল। ‘মোহরা’-য় নায়ক-নায়িকা ছাড়াও কাহিনীর মূল আকর্ষণ ছিলেন নাসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah)। ‘মোহরা’-য় খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। এই ফিল্মের প্রতিটি গান আজও সুপারহিট। এর মধ্যে অন্যতম ‘টিপ টিপ বরষা পানি’। সম্প্রতি এই গানটি অক্ষয় অভিনীত ফিল্ম ‘সূর্যবংশী’-তে পিকচারাইজ হয়েছে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)-এর উপর। কিন্তু রবীনার মাদকতা ছাড়াতে পারেননি ক্যাটরিনা।

এই গানের পিকচারাইজজেশনে ক্যাটরিনার পরনে ছিল মেটালিক সিলভার রঙের শাড়ি ও ব্রালেট। কিন্তু তা পছন্দ হয়নি দর্শকদের একাংশের। তাঁদের চোখে এখনও হলুদ শাড়িতে অনন্যা হয়ে রয়েছেন রবীনা। অক্ষয়-রবীনার রোম‍্যান্টিক রসায়ন, টানটান চিত্রনাট্য, মনকাড়া গান সব মিলিয়ে ওই বছর ব্লকবাস্টার হিট ছিল ‘মোহরা’। সাড়ে তিন কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই ফিল্মের বক্স অফিস কালেকশন ছিল সাড়ে বাইশ কোটির উপর। ‘মোহরা’ অক্ষয় ও রবীনার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। এমনকি ব্যক্তিগত জীবনেও তাঁদের সম্পর্কের সূত্রপাত ঘটেছিল ‘মোহরা’-র সেটে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে রবীনা আজও ভুলতে পারেন না ‘টিপ টিপ বরষা পানি’-র শুটিংয়ের অভিজ্ঞতা। বিভিন্ন সমস্যার কারণে এই গানটি চার দিন ধরে শুট হয়েছিল। গানটির শুটিং প্রসঙ্গে বলতে গিয়ে রবীনা জানালেন, এই গানের শুটিং হয়েছিল রাস্তার ধারে একটি নির্মীয়মাণ বিল্ডিং-এ। শুটিংয়ের সময় রীতিমত পাথর, কাঁকড় ফুটছিল রবীনার পায়ে। উপরন্তু রেইন মেশিনের জল ছিল মারাত্মক ঠান্ডা। ঠান্ডা জলে ভিজে শুটিংয়ের কারণে রবীনার জ্বর এসে গিয়েছিল। জ্বরে আক্রান্ত রবীনার শরীর যেন পুড়ে যাচ্ছিল। একটু আরাম পাওয়ার জন্য রবীনা সেটে বারবার মধু ও আদা-চা পান করছিলেন। এমনকি সেই সময় রবীনার পিরিয়ড হয়েছিল। ফলে তাঁকে রীতিমত সতর্কতার সাথে নাচতে হয়েছিল।

About Author