সম্প্রতি ‘কুইক স্টাইল’এর সাথে কোলাবরেট করে একটি রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই নজরকাড়া রিল বানিয়েছেন তারা, যা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে নেটজনতার একাংশের মাঝে ও অভিনেত্রীর অগণিত ভক্তমহলের মধ্যেও। এদিন অভিনেত্রীকে ব্লু ডেনিম ও কালো ক্রপ টপে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। সাম্প্রতিক ‘মহড়া’র গানে অভিনেত্রীর এই রিল ভিডিও আবারো মুগ্ধ করেছে তার অনুরাগীদের। প্রশংসাতেও ভরে গিয়েছে কমেন্টবক্স। বলাই বাহুল্য, মুম্বাইতে শো করতে আসার পর থেকেই মিডিয়ার একাংশের নজর কেড়েছে এই বিদেশি নাচের দল। আর এবার তাদের সূত্র ধরেই আবারো চর্চায় রবিনা ট্যান্ডন।
Raveena Tandon: বিদেশি নাচের দলের সাথে ‘টিপ টিপ বার্ষা পানি’তে রবিনা ট্যান্ডন, দেখেই পাগল অভিনেত্রীর ভক্তরা
রবিনা ট্যান্ডন বলিউড ইন্ডাস্ট্রির ৯০'এর দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের অগণিত দর্শকদের। বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন অভিনেত্রী।…

আরও পড়ুন