Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১৮’তম বিবাহবার্ষিকীতে নস্টালজিক হলেন রবীনা ট্যান্ডন, বিয়ের ভিডিও ভাইরাল

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। বর্তমানে রুপোলি পর্দায় বিশেষ দেখা মেলে না তার। তবে এখনো…

Avatar

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রবীনা ট্যান্ডন। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি। সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। বর্তমানে রুপোলি পর্দায় বিশেষ দেখা মেলে না তার। তবে এখনো তিনি নিজেকে মেনটেন করে চলেন, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। অবশ্য মাঝে মাঝে বিভিন্ন রিয়্যালিটি শোতে অতিথি বিচারক হিসেবে দেখা মেলে তার। বর্তমানে তিনি নিজের বেশিরভাগ সময়টাই নিজের পরিবারের সাথে কাটান।

১৮'তম বিবাহবার্ষিকীতে নস্টালজিক হলেন রবীনা ট্যান্ডন, বিয়ের ভিডিও ভাইরাল

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কয়েকদিন আগেই ১৮’তম বিবাহবার্ষিকী ছিল অভিনেত্রীর। আর সেইদিনেই রীতিমতো পুরনো দিনের কথা ভেবে নস্টালজিক হয়েছিলেন রবীনা ট্যান্ডন। এদিন স্বামী অনিল থাদানির সাথে বিয়ের বেশকিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী, যা এই মুহূর্তে গোটা সোশাল মিডিয়ার পাতায় ভাইরাল। সকলেই পছন্দ করেছেন এই ভিডিওগুলি। কমেন্টবক্সেই পাঠিয়েছেন অনেক ভালোবাসাও।

ভিডিওগুলি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, এদিন তাদের সম্পর্ক ১৮’এ পা দিলো অর্থাৎ প্রাপ্তবয়স্ক হল। এই ১৮ বছরে তাকে ছাড়া অর্থাৎ অনিল থাদানি ছাড়া আর কিছুই চাননি তিনি। খারাপ-ভালো মিশিয়ে এই ১৮’টা বছর কেটেছে তাদের। আর এই পুরো সময়টাতে অনিল থাদানিই ছিলেন তার কাছে সবকিছু। এদিন অভিনেত্রীর এমন আবেগপ্রবণ পোস্ট দেখে তাদের ভালোবাসা জানিয়েছেন অনেকেই। তারকা থেকে সাধারণ সকলেই তাদের বিবাহবার্ষিকীর শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

শিল্পা শেট্টি, মাধুরী দীক্ষিত, ফারহা খান কুন্দ্রা, নীলাম, বিদ্যা বালনের মতো একাধিক বলিউড তারকারা অনিল থাদানি ও রবীনা ট্যান্ডনকে তাদের ১৮’তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। প্রত্যেকের শুভেচ্ছাবার্তা পেয়ে রীতিমতো আপ্লুত তারা। সমস্ত শুভেচ্ছাবার্তার জন্য সকলের উদ্দেশ্যে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

About Author