Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেন্দ্রীয় সরকারের বড় উপহার, এখন যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন তারা এইভাবে গম-চাল পাবেন

আপনি যদি একজন ভারতের নাগরিক হন এবং আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে এই খবরটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি সরকার এবারে বিনামূল্য রেশন বিতরণের…

Avatar

আপনি যদি একজন ভারতের নাগরিক হন এবং আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে এই খবরটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি সরকার এবারে বিনামূল্য রেশন বিতরণের ব্যবস্থা শুরু করে দিয়েছে এবং কার্ড ধারীদের বিনামূল্যে গম এবং চাল আলাদাভাবে বিতরণ করা হবে বলে জানা যাচ্ছে। বর্তমানে প্রতি মাসে রেশন দোকানগুলিতে এই ভাবেই চাল এবং গম বিক্রি করা হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। এর ফলে খাদ্যের কালোবাজারি কমবে এবং রেশন কার্ড ধারীরা সম্পূর্ণ রেশন পেয়ে যাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও এখন ওজন যন্ত্র থেকে রেশনের সমস্ত তথ্য জানানো হবে কার্ড ধারীদের।

উত্তর প্রদেশের একটি জেলার জেলা সরবরাহ আধিকারিক সুনীল কুমার সিং জানিয়েছেন, এখন মার্চ মাস থেকে রেশন ডিলারদের দোকানে ইলেকট্রিক ওজন মেশিনের মাধ্যমে রেশন বিতরণ করা হবে এবং পরে মেশিন থেকেই একটি স্লিপ বেরিয়ে আসবে। এই মেশিনটি সরাসরি ভাবে ই পাস মেশিনের সঙ্গে যুক্ত থাকবে। ইতিমধ্যেই এই বিষয়ে অনুমোদন দিয়ে দিয়েছে সরকার। ওজন যন্ত্রটি দাঁড়িপাল্লার সাথে সংযুক্ত থাকবে এবং এর ফলে এখানে একটা স্বচ্ছতা আসবে। নতুন বিতরণ ব্যবস্থা অনুযায়ী এই ধরনের মেশিনগুলি আপডেট করা হবে প্রতিদিন এবং নতুন সফটওয়্যার দেওয়া হবে প্রতিদিন। এর মাধ্যমে শুধুমাত্র কার্ডে লিপিবদ্ধ unit নম্বর অনুযায়ী রেশন বিতরণ হবে। আর যদি কোনভাবে রেশন বিতরণ করতে কোন সমস্যা হয় তাহলে কিন্তু স্লিপ পাওয়া যাবে না এবং ডেলিভারি বৈধ হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মেশিনের পাশাপাশি নতুন ই পাস মেশিন বিতরণের জন্য জেলা পর্যায়ে একটা ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সরকার। এই মেশিনগুলিকে সমস্ত তহশীল স্তরে স্ট্রংরুমে রাখা হবে। রেশন দোকানে বিতরণ করার আগে ওজন মেশিনগুলিতে স্টাম্প করা হবে এবং তারপরেই পাঠানো হবে সমস্ত দোকানে। বর্তমানে এই জেলায় ১৩৩৯ টি রেশন দোকানে রয়েছে এবং কার্ডধারীর সংখ্যা রয়েছে ৬.৩৫ লক্ষ। অন্তদয় কার্ডধারী রয়েছেন ২৫ হাজার পর্যন্ত এবং তার মধ্যে ২৭ লক্ষ ইউনিট রেশন বিতরণ হচ্ছে।

About Author