Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেশন ফ্রি, তিন মাসের পেনশন মিলবে আগাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্ব জুড়ে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছে। চিন, ইতালি সহ বিভিন্ন দেশে মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯। ভারতেও তার থাবা বসিয়েছে এই মারণ রোগ। ইতিমধ্যে ১০ জনের…

Avatar

করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্ব জুড়ে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি করেছে। চিন, ইতালি সহ বিভিন্ন দেশে মহামারির আকার ধারণ করেছে কোভিড ১৯। ভারতেও তার থাবা বসিয়েছে এই মারণ রোগ। ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৫০০-র বেশি। বিহারে মৃত্যু হয়েছে এক ৩৮ বছরের যুবকের। ফলে রাজ্যবাসীকে সাবধানে থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে একমাত্র কার্যকর পদক্ষেপ হলো সামাজিক বিচ্ছিন্নতা। ফলে, রাজ্যে করোনা আটকাতে লক ডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সীল করে দেওয়া হয়েছে আন্তঃরাজ্য সীমান্তগুলো। এর ফলে রুজিরুটির টান পড়েছে রাজ্যের গরীব মানুষগুলোর। প্রবল চাপের মধ্যে রয়েছেন প্রত্যেকেই। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নীতীশ কুমার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজ্যের সরকারি বিদ্যালয়ে পাঠরত প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছেন তিনি। এক মাসের রেশন সামগ্রী বিনামূল্যে আগাম বিতরণের ব্যবস্থা করেছেন। একইসঙ্গে যে সমস্ত এলাকায় লক ডাউন চালু রয়েছে সেখানকার মানুষদের জন্য রেশন কার্ড হোল্ডার পরিবারগুলোর জন্য ১০০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে পেনশন হোল্ডারদের জন্য তিন মাসের পেনশন আগাম তোলার সুবিধা করেন তিনি। রাজ্যের সমস্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

About Author