Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card: নতুন আদেশ, বাদ হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, রেশন পাবেন না আপনিও

আপনারও যদি রেশন কার্ড থাকে এবং আপনি সরকার কর্তৃক পরিচালিত সস্তা রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তাহলে অবশ্যই এই খবরটি পড়ুন। ইউপির যোগী সরকার রেশন কার্ড নিয়ে নতুন নির্দেশ দিয়েছে।…

Avatar

আপনারও যদি রেশন কার্ড থাকে এবং আপনি সরকার কর্তৃক পরিচালিত সস্তা রেশন প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তাহলে অবশ্যই এই খবরটি পড়ুন। ইউপির যোগী সরকার রেশন কার্ড নিয়ে নতুন নির্দেশ দিয়েছে। এই আদেশের অধীনে, অন্ত্যোদয় এবং যোগ্য পরিবারের রেশন কার্ডধারীদের নিজেদের রেশনকার্ড যাচাইকরণ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে হবে। যাচাইয়ের সময় অযোগ্য প্রমাণিত সুবিধাভোগীদের রেশন কার্ড বাতিল করা হবে এবং তারা রেশন পাবেন না।

সুবিধাভোগীদের তথ্য সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে। সেই কারণে নতুন যোগ্য আবেদনকারীদের রেশন কার্ড তৈরি করা হবে। যাদের রেশন কার্ড যাচাইকরণের সময় বাতিল হয়ে যাবে, তাদের জায়গায় এই নতুন রেশন কার্ড তৈরি হবে। এই বিষয়ে, ইউপির খাদ্য ও সরবরাহ কমিশনার, মার্কন্ডে শাহী গতকাল সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা সরবরাহ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত খাদ্য কমিশনার অনিল কুমার দুবে বলেছেন যে, সুবিধাভোগীদের দেওয়া ব্যক্তিগত তথ্য সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে। সেই কারণে তাদের কার্ডের তথ্য পরিবর্তন দরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তথ্যের ভিত্তিতে, পরিবারের সদস্য সংখ্যা, বয়স, বসবাসের স্থান ইত্যাদির বিবরণ সংগ্রহ করে একটি ডাটাবেস তৈরি করা হয়। এ ক্ষেত্রে, কার্ডধারীর মৃত্যু বা উন্নত অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে সংশ্লিষ্ট কার্ডধারীর কার্ড অযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল সংসদে সরকারের দেওয়া তথ্যে বলা হয়, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নকল, অযোগ্য ও জাল ২ কোটি ৪১ লাখ রেশন কার্ড বাতিল করা হয়েছে। এই সময়ে, ইউপিতেই সর্বাধিক সংখ্যক রেশন কার্ড, প্রায় ১.৪২ কোটি কার্ড বাতিল করা হয়েছিল।

About Author